"May be i need a গার্লফ্রেন্ড " এই পোস্টের প্রথমেই আমি mind করতে নিষেধ করেছিলাম।তারপর ও হয়ত অনেকেই আমার পোস্টটা ভাল চোখে দেখেন নাই।আমি আন্তরিক ভাবে দুঃখিত পোস্টটির জন্য।একটু সস্তা মানের পোস্ট হয়ে গেছে আমি জানি।কিন্তু মনের ভাব প্রকাশ করাটাই আসল কথা।লিখতে ইচ্ছা হলো লিখে ফেললাম।গণতান্ত্রিক দেশে এটি আমার গণতান্ত্রিক অধিকার।একটু মজার স্থলে নিয়ে পোস্টটা পড়লে হাসি পেত।আমার হাসি পাচ্ছিল দেখেই আমি পোস্টটা paste করেছি।
" ইতনা তো চাল্ তা হে ইয়ার"
অনেকে বলেছেন ইংলিশ বানান ভুল করেছি।কিন্তু কোন বানানটা ভুল করেছি তা কেউ বলছেন না।একজন বললেন Restrurent বানান টা ভুল হয়েছে।কিন্তু সঠিক বানান কি তা বললেন না।আমি তো জেনে শুনে কোন ভুল করি নাই। Restaurant and Restrurent both r same .its not a big mistake. for tho/any way i m sorry . ভুল হলে please সঠিক বানান টা লিখে জানাই দিবেন।
আর একটা সমস্যা.........আমি জবাব লিখতে গেলে, আমার অনেক সমস্যা হচ্ছে।আমি সঠিক ভাবে লিখতে পারছি না।আমি বিজয় ক্লিক করছি , তাও হয় না।সব গুলি option ক্লিক করছি তাও হয় নাই।যারা সঠিক ভাবে লিখার উপায়টা জানেন, please আমাকে একটু সাহায্য করবেন।
ব্লগ লিখার চেষ্টা করছি।কিন্তু কি লিখবো বুঝতে পারি না , তাই এইসব আজব জিনিস লিখি।ইনসাহআল্লাহ অল্প দিনেই শিখে যাব।শিখার আগ পর্যন্ত এইরকম ছোটখাট , এক-আধটু নির্যাতন সহ্য করে ক্ষমা করে দিবেন।পরবর্তি নির্যাতন কি নিয়ে করবো ভাবছি। কারও কোন topics জানা থাকলে জানাবেন।topics দিবেন আর আমি topics টা দিয়ে খিচুরী বানাব।কার ও ভাল লাগবে আর কার ও বদহযম হবে।সমস্যা নাই স্যালাইন আছে না। lol......
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





