তুমি আজ আর আমার নেই
কিন্তু তোমার সৃতি আজও আছে
আমার হৃদয়ের মণি কোঠায়।
তোমার সেই হাসি , মায়াবী চোখ ,
এলোমেলো চুল,
আজও আমার চোখে ভাসে।
আর সেই প্রাণ চাঞ্চলে ভরা মিষ্টি কন্ঠ,
এখনও আমার কানে বাঁজে,
ক্ষণিকের দেখা ঠোটের স্পন্দন
এবং নরম দুটি হাত
আজও আমার হৃদয়ে কড়া নাড়ে।
এখনও ক্ষণে ক্ষণে শুধু তোমায় মনেপড়ে,
স্বপ্নে আজও তোমায় দেথতে ইচ্ছে হয়
আর তোমার চোখে চোখ রেখে বলভে ইচ্ছা হয়
"তোমায় প্রথম দেখাতে যতটুকু ভালবেসেছিলাম
আজ্ও ঠিক ততটুকু ভালবাসি
এবং বাসবো যতদিন বেঁচে থাকবো"
[একজন কে বলার জন্য লিখেছিলাম কিন্তু বলা হয়নি।তাই সবাইকে বলে দিলাম.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





