জাতি হিসেবে আমরা অনেক উচ্চ বিলাসী জাতি এটা ঠিক।কিন্তু তাই বলে এতটা আকাশ-কুসুম চিন্তা করতে আমার ভয় লাগে।যারা আমার লিখাটি পরবেন অনুগ্রহ করে আমাকে ভূল বুঝবেন না।
আজ বাংলাদেশের খেলা।গতকাল থেকেই সবার মুখে একটাই বিষয়, বাংলাদেশ আজ জিতবে।জিতবে তো জিতবেই।একটাবার ও দেখছি না আমাদের পতিপক্ষটা কে।ইংল্যান্ড।এবার বিশ্বকাপের চরম শক্তিশালী এবং শিরোপা প্রত্যাশী একটা দল।
এটা ঠিক ওরা আয়ারল্যান্ড এর কাছে হেরেছে।সবার মত আমিও চাই বাংলাদেশ ওদের হারাক।তবে বাংলাদেশ ওদের হারালে এটাকে স্বাভাবিক বলা হবে না। বলা হবে অকসিডেন্ট।যেমনটা বলা হয়েছে আয়ারল্যান্ড এর বিজয়কে।
তবে আমি লিখাটা লিখছি অন্য কারনে। ম্যাচ ফিক্সিই এখন অনেক জনপ্রিয় একটা শব্দ।এখন আমার কাছে তো সবাই ম্যাচ নিয়ে সিক্কা খেলা শুরু করছে।সবাই শুধু বলে লাগবা বাজি।বাংলাদেশ জিতবে ৫০০০০টাকা বাঁজি।তামিম ৫০ রান করবে ৫০০০টাকা বাঁজি।রাজ্জাক ৩টা উইকেট পাবে ১০০০০টাকা বাঁজি।আরও কত কি।মজাই লাগে।ভাবি বাজি ধরে ফেলি।আবার ভাবি দেশটা তো আমার কি করে তার বিপক্ষে বাজি ধরি???
ভালো খেলা উপহার দিক বাংলাদেশ এটাই প্রত্যাশা করি।মুখে বাংলাদেশ, মনে ভয় ।শুভ কামনা।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১১ দুপুর ১২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





