কাকে লিখছি জানি না,
কেন লিখছি তাও জানি না
তবে লিখছি,ভাল লাগছে , তাই লিখছি।
তুমি আসো চুপিচুপি, বসো পাশাপাশি,
মিষ্টি হেসে তাকাও চোখাচোখি।
কাঁপা ঠোটে আলতো করে বলো, ভালবাসি।
মূহুতেই শিহরণ লাগে মনে,
পৃথিবীর সব সুখ আসে ভরে।
মিষ্টি সুবাস ছড়িয়ে পড়ে,
মনে তখন মাদল দোলে,
শুনতে আবার ইচ্ছা করে,
তুমি বলো, " ভালবাস যে শুধুই মোরে "।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





