আমি জানতে চাইলাম, কে তুমি ?
কোথায় তোমার বাস ?
উত্তরে সে বলিল, আমি স্বপ্নচারিণী,
স্বপ্নলোকের বাসিন্দাগো ।।
ও তাই ; কিন্তু তোমায় আমি
দেখছি না কেন ?
আমায় তুমি দেখবে না,
শুধুই অনুভব করবে গো,
আমি সর্বদা তোমার সাথে রইব।
যখন তুমি ডাকবে আমায় ভালবেসে,
তখনই আমি সারা দেব।
তোমার সুখের দিনের সংগী হব,
কথা দিলাম,দুখেও তোমার পাশে রব।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





