somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চুয়াত্তরের গোলাপী এসেছিলো গতকাল ফেসবুকে ;) B-)

০১ লা জানুয়ারি, ২০১২ রাত ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Endoplasmic Reticulum
মধ্যরাতের ক্ষুব্ধস্বর,
তুই আমাকে ক্ষমা কর।

এটা ছিলো স্ট্যাটাস, এবার নীচে দেখুন চুয়াত্তরের গোলাপী চলে এলো যেভাবে এই যুগের ফেসবুকে ;)

পুরোটাই ছিলো কাব্য খেলা :)

Endoplasmic Reticulum
"কোনো এক মানুষীর তরে
যেই প্রেম জ্বালায়েছি পুরোহিত হ’য়ে তার বুকের উপরে!"

রাজিউর রহমান
মধ্যরাতের ঝিমুনি
নাগরিক স্যুভেনি

Endoplasmic Reticulum
আমি সারা দিন ঝিমাই,
রাতে ক্ষমা চাই।

রাজিউর রহমান
দিনে আমি ঘুরে বেড়াই
রাতে উড়াই প্রেম নাটাই

Labib Hotash ‎
দিনের বেলা সাজো জামাই
রাত্রে করো ঘুম কামাই :P :D

Endoplasmic Reticulum
নাটাই না উড়াই ঘুড়ি,
ঘুম চোখে সেরে নেই
দিনের ঘোরাঘুরি।

Labib Hotash ‎
ওড়াতে গিয়ে ঘুড়ি,
ছাদের থেকে পড়ে;
রুটি-কলা-আম-
আর না নড়ে-চড়ে। :(

রাজিউর রহমান
রাত যতো বাড়ে
ঘুমের কাছে প্রেম হারে :P

রাজিউর রহমান
আমি একদিন রাতে না ঘুমাইলে
পরদিন সকালে না উঠিলে
চাকরি আমার রয় না অফিসে :(

Endoplasmic Reticulum
রাতে দেবী ক্রমশ মানুষী হয় । m/

রাজিউর রহমান
মানুষী ক্রমশ মানুষের পানে ধেয়ে আসে :P

Endoplasmic Reticulum
মানুষ অবাক হয়ে ঝেড়ে কাশে ...

Labib Hotash ‎
ও মানুষী
আয় না উড়াই ফানুস...
কয় দিন আর
থাকবি হয়ে মানুষ :P

রাজিউর রহমান
মানুষ এগিয়ে আসে, মানুষী আড়ালে হাসে ;)

Endoplasmic Reticulum
আলগা খোঁপার বাঁধন,
ঝর্ণা শাড়ির আঁচল।

Labib Hotash ‎
সে হাসি
বড্ড বাসি
তেলেসমাতি ব্যাপার :P
সাবধান ওরে
সাবধান তোরা
সওয়া যে বড় হ্যাপার :P

রাজিউর রহমান
মানুষ মানুষীর উল্লাসে
ঝর্না শাড়ির আঁচল হারিয়ে যায়

Labib Hotash ‎
আলুলায়িত কেশে,
যখন তুমি আসো...
পানসে হাসি হেসে
অকারণ কেন কাশো? :P

Endoplasmic Reticulum
হাসির পরে কী হয়
জানতে চায় জাতি ,
রাজিউর রহমান
যদি থাকেন রাজি ।

রাজিউর রহমান
সে কথা বলা বারন
নিজেই বুঝে নিও ক্ষন

Mahmudur Rahman Nahollex
কন্যা এমন করে হেসো না
এ হৃদয়ে বহে ঝড় বন্যা!

রাজিউর রহমান
কন্যা দেখা দেও দুনয়নে
ভালোবাসিবো রাত্রির গোপনে ;)

Mahmudur Rahman Nahollex
ক্ষয়ে যাওয়া চাদ
খোলা আসমান
দিও না গো কন্যা
নীল বিষাদ!!

Labib Hotash ‎
হাসির পরে ফাঁসি
আদেশ দেন মাসি।

কন্যা দেখা দিয়েছে
রাতও চলে গিয়েছে

নীল বিষাদে আরেকজন
কান্দে তাহার হু হু মন :P

রাজিউর রহমান
নীল বিষাদে মুড়িয়ে নেবো নিজেকে
তোমাতে আমাতে বিলীন করবো ক্ষয়া চাঁদকে

Endoplasmic Reticulum
বিষাদে আমি রঙ চড়াব,
কলঙ্কে তোমার মন ভরাব।

Labib Hotash ‎
মধ্যরাতে চোখের ভেতর মারুন গ্লিসারিন
অথবা কেঁদে-কেটে করুন চক্ষুগ্ল্যান্ড ক্লীন
মধ্যপ্রাচ্যে যাবার স্বপন দেখতে থাকুন ঘুমে
আরামের শয়ন হবে ছেঁড়া কাঁথার ওমে :P

Mahmudur Rahman Nahollex
আজ ঝড় হবে, বৃষ্টি হবে!
তুই আমার চোখে
বসত গড়বি কবে?

রাজিউর রহমান
কন্যা এসো আমার কাছে
কন্যা বসো আমার পাশে
একটু তাকাও কন্যা আমার পানে
একটু ভালোবাসব, চলো অন্যখানে ;)

Endoplasmic Reticulum
অন্যখানের অজুহাত কন্যা নিবে বুঝে,
একবার হারালে কন্যারে পাবে না খুঁজে।

Labib Hotash ‎
কন্যা তুমি এমন করেই
ছেলেগুলোর মাথা খেয়ো,
বিশেষ করে রাজিউর ভাইকে
যন্তর-মন্তর ঘরে নিয়ে যেয়ো। :D

রাজিউর রহমান
কন্যা যেও না হারিয়ে
দুচোখ যেদিকে তাকিয়ে
এবুকে দেখো কন্যা
তোমার জন্য রক্ত বন্যা

রাজিউর রহমান
তোমার জন্য আমার সম্বল
এক বুক রক্ত কম্বল :D

Labib Hotash ‎
কন্যা ভালো সুজাতার মত
কন্যা কত লাজুক,
কন্যাগুণে অসাড় সবাই
কিন্নরী স্বর বাজুক। :P

Labib Hotash ‎
ওহে রবার্ট পাত্তিছন
এদিকে আসো বাছাধন
রক্তকম্বল নিয়া যাও
এই শীতে গা-বাঁচাও :P

Endoplasmic Reticulum
জমাট দুজন কম্বলে,
চুমুর ক্ষত কম হলে-
রাত ঘুমাবে -রাত বলে।

রাজিউর রহমান
কন্যার জন্য যতো আশা,
কম্বলের নীচে জমাট ভালোবাসা!

Labib Hotash ‎
অর্বাচীন ঘুমে-
এবার জড়িয়ে যাবার সময়।
নিশাপতি তুমিও যাও;
সবাই যাক।
আমি আঁধার পুড়িয়ে নেব
জ্বেলে রাখা মোমে। :D

Endoplasmic Reticulum
আঁধার পোড়া মোমের সাথে
তরুণীর খুব ভাব ,
রাজি থাকলে বিকেলে
দুজন খাব ডাব ।

Labib Hotash ‎
এখনকার তনয়াদের
অনুভবে কেএফসি,
ডাব তো দূরে থাক
ঝাড়ি এবং হুঁহ দেখসি। :(

রাজিউর রহমান
আঁধারে আঁধারে তরুণী খোঁজে আমায়
অথচ আমি হারিয়েছি সেই কবে
তরুনীর চোখের কালো আঙিনায়

Endoplasmic Reticulum
গোলাপী এখন ট্রেন ফেলে কেফসির জানালায়,
নির্জনে একা ডাব খাচ্ছি বেহেশতি নিরালায়।

Labib Hotash ‎
নন্দিনী তুমি নয়নজলে
একটু ভাসো...
ঝরে পড়ুক কত রাজিউর,রেটিকুলাম।
কতদিন দেখিনা আমি
বেদনাকাতর প্রেমের গোলাম :P :D

রাজিউর রহমান
সেই সে গোলাপী
কবে কোথায় হারালো
গোলাপীকে খোঁজা এখন
আমার প্রিয় হবি :P

Endoplasmic Reticulum
ক্ষুব্ধস্বরে ক্ষমা চাই,
গোলাপী তোমার কাছে,
একটা রাত বৃথাই গেল
রাত পোহানোর আঁচে।

Labib Hotash ‎
একটা গোলাপীর
জন্যে এত আলাপী?
এ অন্যায়,বড় অবিচার
পরিণত ঋণখেলাপী :D

রাজিউর রহমান
গোলাপী এখন ঋণখেলাপি
জেলে বসে তাই ভাবে
কবে পাবে মুক্তির দাবি

Endoplasmic Reticulum
গোলাপী, তুমি অযথাই
শেষ বিকেলে
দিয়েছিলে হাই ।

Al-amin Talukdar
গোলাপী তুমি চড়ছো ট্রেন
আর নষ্ট হচ্ছে আমার ব্রেন

রাজিউর রহমান
গোলাপী এখন ফেসবুকে
রাতের গভীরে
তিন জনের টানাটানিতে
এযেন ডিজিটাল গোলাপী :P

Labib Hotash ‎
তুমি নিশীথিনী,
রাতের ঝিয়ারি।
তুমি ছিনিমিনি,
খেলুড়ে পেয়ারী :P :D

Endoplasmic Reticulum
গোলাপী এখন বেশ দূরে
সম্পর্কে হয় ভাবী ;(
গোলাপী আর সকাল দুপুরে -
রাখে না কোন দাবি।

রাজিউর রহমান
ও ভাবী
তুমি গোলাপী
একটাই দাবী
দাও একটা শালী

Al-amin Talukdar
গোলাপী এখন হাইয়ার ক্লাস
ট্রেন ছেড়ে সে ভলভো বাস

রাজিউর রহমান
গোলাপী পড়ে হাই হিল
নাগাল পাইতে লাগে স্কিল :|

Labib Hotash ‎
হে আবুল এসে দেখ,
গোলাপী ছেড়েছে দাবি...
এখান থেকেই শেখ;
নতুবা খেয়ো খাবি।

রাজিউর রহমান
গোলাপী প্রেম কবেই শেষ
সূচনাকে লাগে বেশ!

Endoplasmic Reticulum
পাগল পাইছে পাগলে
গোল্লা গোল্লা গুগল ফেলে ।

রাজিউর রহমান
গোলাপী নাকি সূচনা?
মনের একি দোটানা :D

Labib Hotash ‎
সূচনা নিয়া রচনা
উপসংহার রটনা :P

Al Hasan
গোলাপি এখন ট্রেনে
কিম্বা প্লেনে

রাজিউর রহমান
অথবা আল হাসানের নয়নে, মনে, সর্বখানে :D

Endoplasmic Reticulum ।...
রাগ ঝাড়ে আমার আসবাবে ,
সব কিছুকেই বাস ভাবে ।

Al-amin Talukdar
নামে গোলাপী যতই হও
নও আবুলের মতো
তাহার রঙ দেখলে পরে
হবে মাতা নতো

Endoplasmic Reticulum
গোলাপী, তোমার হৃদয় আজ ঘাস,
আমার ভাইয়ের বাসা তাই বাস।

রাজিউর রহমান
আমার গিটার পড়ে থাকে
গোলাপী আড়ালে দেখে
হাই হিল পড়ে সাম্বা নেচে
গিটারে সুর তুলতে যাচ্ছে :P

Endoplasmic Reticulum
গোলাপী কিছু আর আছে কী গোলাপী ...

রাজিউর রহমান
ক্ষান্ত দেও ঘুমামু
ঘুমের চেয়ে গোলাপী
বড় নয় মামু

Endoplasmic Reticulum
এক কালে গোলাপী,
ছিল ঘুমের চেয়ে বড়,
গোলাপী গো গোলাপী,
পারলে এনাদের ইকটু ধর।

Al-amin Talukdar
গোলাপী কাভারে কালো রঙের গীটার
বাদ্য নয় যেনো হাজার ভোল্টের হিটার

Labib Hotash ‎
মাথা নত করো তুমি
আমি বলি বাউ,
মুখ তুলে তাকালেই
ঘুরে বলি যাও।
গোলাপী তোমার স্বভাবে
আবুলের ডালপালা,
অভাবেই তোমার নাকি
এত এত জ্বালা? :P

Endoplasmic Reticulum
নির্জন স্বাক্ষরে,
ক্ষান্ত দাও দুঃখরে।

রাজিউর রহমান
আব্বে ঐ পুলাপান দিবি নাকি ক্ষান্ত?
গোলাপীরে এখন হাসপাতাল পাডামু কৈরা আহত

Labib Hotash ‎
রাজিউর ভাই চাঁদা দেন
ময়দান থেইকা ভাগার আগে
পারলে এট্টু বেশিই দিয়েন
রেটিকুলাম আর আমার ভাগে।

Endoplasmic Reticulum
চুয়াত্তরের গোলাপী এখন আমাদের খালা ,
খিদা লাগসে খাওন দেন উচায়া ধরেন ডালা ।

রাজিউর রহমান
চান্দা মান্দা কিছু নাই
আমি এখন গোলাপির ভাই
এমনে গেলে যাউ
নাইলে বাংলা মাইর খাউ

Labib Hotash ‎
ডালা থুইয়া বইসা পড়ো বাইড়া দিবো পাতে
অথবা একটু ধৈর্য ধরো পাইবা হাতে-হাতে।

Al-amin Talukdar
রঙের কি আর শেষ আছে?
গোলাপীরে তালাক
কই গো আমার ফুলন্দেবি
দেখা তো তোর ঝালাক!

Labib Hotash ‎
ওরে ও ফুলন্দেবী
তোমার নাকি ফোবিয়া,
যখন-তখন গোঁ ধইরা
যাইতে চাও লিবিয়া? :D

Endoplasmic Reticulum
উলালা উলালা
টিভি ছাড়লে চামেলী ,
এই সবে পালায়া গেসে ,
শাড়ি পড়া গোলাপী ।

Labib Hotash ‎
আমরা এতগুলা পোলা,
ইগনোর করিতেছি দেখে...
গোলাপী দাগিতেছে গোলা।

রাজিউর রহমান
উ লালালারে
গোলাপী আসেরে
কিযে তার রূপ
যেনো আটার স্তুপ :P

Endoplasmic Reticulum
শরীরের জ্যোৎস্নায় আমি চন্দ্রাহত,
লিবিয়ার বুইরা বেটা যথাসময়ে নিহত!

রাজিউর রহমান
বুইড়ার চোখে গোলাপির বেণী
বিড়াল করে তারে লুঙ্গিহানি :D

Endoplasmic Reticulum
আমরা জোয়ান মর্দ,
আমাদের হাতে মানায় না
জালিম বাজারের ফর্দ।

Endoplasmic Reticulum
গোলাপীকে কে যেন ডিফারেন্সিয়েট করে দিয়েছে ...

Labib Hotash ‎
এমনি করিয়া গোলাপী থাকিবে বেঁচে...
এভাবেই উহারা লইবে তোমার সর্বস্ব সেঁচে।
কালে কালে কত গোলাপী আসিবে
আমরা যাইবো কেঁচে;
নিজেদের ভুলে নিলামে উঠিব
সবেতে খাইবে বেচে। :D

রাজিউর রহমান
আমরা রাতজাগা পোলা
গোলাপী আমাদের হাতের ময়লা
চ্যাটে নক কর্লেই আসে যত গোলাপির কয়লা

Endoplasmic Reticulum
গোলাপী এখন কয়লা ,
চ্যাট বক্সে জমেছে ময়লা ।

রাজিউর রহমান
জুকারবার্গ তুমার কাছে ঋণী
গোলাপী এখন ফেসবুকের গিন্নি

Labib Hotash ‎
এ যুগের গোলাপিরা
সুযোগ পাইলে চ্যাটে,
কয়লা তো কয়লা
তারে রসুন বাটা বাটে।

রাজিউর রহমান
ইও ইও গোলাপী
আসছে জীবন বাবু
ইও ইও গোলাপী
নাচ একটু লুতুপুতু

Labib Hotash ‎
গিন্নিমা,পেন্নাম!
আমি টাইমলাইন...
কর্তা কইছে নতুন বছরে
আমিই নাকি আইন।

Endoplasmic Reticulum
আমি জমে গেছি তোমার-
উক্ত অনুক্ত দ্বিরুক্তিতে,
কোলাহলের হলরুমে
পিরিয়ড হবার বিরক্তিতে।

রাজিউর রহমান
চুল তার কবেকার
পিরিয়ডিকার
গোলাপি ভিজেছে
গোলাপী সেজেছে

Endoplasmic Reticulum
কপাল খারাপ গোলাপীর,
সবাই ছিল ভণ্ড পীর।

রাজিউর রহমান
দিক্কারে দিক্কার জীবনবাবু
দিলোনা গোলাপির জামাইবাবু

Labib Hotash ‎
মঞ্চে উঠে এসো রানু...
আমি তোমায় চিনেছি,
ডাক নাম গোলাপী তোমার
পূর্ণ নামে ডেকেছি।

Endoplasmic Reticulum
ঘুমিয়ে আছে গোলাপীর জামাই,
সকল চামেলীর অন্তরে ।

রাজিউর রহমান
গোলাপী এবার চলো পালাই
দেখে নাও সাথে নেবে কোন জামাই?

Endoplasmic Reticulum
গোলাপী শেষমেষ তুমি ঘুমিয়ে গেলে ?
আমাদের একা একা একা তিকা পেয়ে মজা লুটলে ?
কাজ শেষে গুড নাইট বলে উধাও তুমি ?
ছি ছি ছি !

Labib Hotash ‎
চামেলীর বান্ধবীরা
জলদি ছোটো,
গোলাপী নেবে জামাই লুটে
বলবে হটো।

Labib Hotash ‎
বসুমাতা স্থির
থ্রী-স্টুজেস তুঙ্গে-
সম্ভবত জারিফ বাবু
চায় দিতে রণে-ভঙ্গে।

রাজিউর রহমান
গোলাপী দেখে লালটিউব
জামাই খোঁজে গরমবাতি
হায় গোলাপী হায় জামাই
শেষ পর্যন্ত খাইলো রুটি

Endoplasmic Reticulum
মন টানে না গীতিকাব্যে,
আমায় নিয়ে আর কে ভাববে।
গোলাপীরে এক রাইতে বানায় দিলাম আকাশী,
মেলা শেষে দেখি,
হাতে তার বাতাসী।

রাজিউর রহমান
গোলাপী খায় বাতাসী
জামাই থাকে উদাসী
তার মাঝে আমি প্ল্যান করি
কখন আসবে ছিনতাইকারি

Labib Hotash ‎
গোলাপীরে তুই অফ্‌ যা,
ভাঙ্‌লি ঘুমের কব্জা।
নাইয়র যা পুরাণে,
খোক্কস সব যেখানে।

Labib Hotash ‎
জামাইবাবু খাইছে ঘোল,
গোলাপী বেইবি পাইছে রোল।
সরদারজির দুলালী
কতই না নাম কামাইলি। :P

রাজিউর রহমান
ছিনতাইকারী আইলো
গোলাপির সব গেলো
জামাই থাকে দাঁড়িয়ে
কাপড় চোপড় হারিয়ে :D

Labib Hotash ‎
কি হবে অতীত ঘেটে
গোলাপী দম্পতি?
এই যে ক্রেডিট কার্ড-
কিনে এনো যা খুশি,
নতুন বসন,বাসন-কোসন,থালা-বাটি।

রাজিউর রহমান
ঘুমাইতাম, গেলাম তাই গোলাপী থুইয়া
ঘুম চিরতরুনী, গোলাপী বুড়ি মাইয়া

Labib Hotash ‎
নেমে এসো নেমে এসো নেমে এসো
আড়েআড়ে ঘাপটি মেরে...
জড়ানো ভারে আপন ভরে ক্লান্ত ঘোরে
উদার চোখে চুপটি করে...

Endoplasmic Reticulum
রোমানরা কি রোমানটিক ?
লাবিব ভাইয়ের কথাটা ঠিক !

Al-amin Talukdar
কাছে এসো আরো কাছে কাঁপিতেছে ধরিত্রি
গোলাপীরে লাল করে সবাই বললা শুভ রাত্রি?
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১২ রাত ১২:০৪
২৯টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাঁর বোতলে আটকে আছে বিরোধী দল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৬ ই মে, ২০২৪ বিকাল ৫:০৭



সেই ২০০৯ সালে তিনি যে ক্ষমতার মসনদে বসলেন তারপর থেকে কেউ তাঁকে মসনদ থেকে ঠেলে ফেলতে পারেনি। যারা তাঁকে ঠেলে ফেলবে তাদের বড়টাকে তিনি বোতল বন্দ্বি করেছেন।... ...বাকিটুকু পড়ুন

নতুন গঙ্গা পানি চুক্তি- কখন হবে, গ্যারান্টি ক্লজহীন চুক্তি নবায়ন হবে কিংবা তিস্তার মোট ঝুলে যাবে?

লিখেছেন এক নিরুদ্দেশ পথিক, ১৬ ই মে, ২০২৪ বিকাল ৫:২৬


১৬ মে ঐতিহাসিক ফারাক্কা দিবস। ফারাক্কা বাঁধ শুষ্ক মৌসুমে বাংলাদেশে খরা ও মরুকরণ তীব্র করে, বর্ষায় হঠাৎ বন্যা তৈরি করে কৃষক ও পরিবেশের মরণফাঁদ হয়ে উঠেছে। পানি বঞ্চনা এবং... ...বাকিটুকু পড়ুন

কেউ কি আমার বন্ধু শাহেদের ঠিকানা জানেন?

লিখেছেন জিএম হারুন -অর -রশিদ, ১৬ ই মে, ২০২৪ রাত ৯:৩৪



কেউ কি আমার বন্ধু শাহেদের ঠিকানা জানেন?
আমার খুবই জরুরি তার ঠিকানাটা জানা,
আমি অনেক চেষ্টা করেও ওর ঠিকানা জোগাড় করতে পারছিনা।

আমি অনেক দিন যাবত ওকে খুঁজে বেড়াচ্ছি,
এই ধরুণ, বিশ-একুশ বছর।
আশ্চর্য্য... ...বাকিটুকু পড়ুন

আজকের ব্লগার ভাবনা:কথায় কথায় বয়কট এর ডাক দেয়া পিনাকীদের আইডি/পেইজ/চ্যানেল বাংলাদেশে হাইড করা উচিত কি? ব্লগাররা কি ভাবছেন?

লিখেছেন লেখার খাতা, ১৭ ই মে, ২০২৪ রাত ১২:১৩



অপূর্ব একজন চমৎকার অভিনেতা। ছোট পর্দার এই জনপ্রিয় মুখকে চেনেনা এমন কেউ নেই। সাধারণত অভিনেতা অভিনেত্রীদের রুজিরোজগার এর একটি মাধ্যম হইল বিজ্ঞাপনে মডেল হওয়া। বাংলাদেশের কোন তারকা যদি বিদেশী... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু ডেকে নিয়ে যায়; অদৃষ্টের ইশারায়

লিখেছেন সায়েমুজজ্জামান, ১৭ ই মে, ২০২৪ সকাল ৮:৩৯

১৯৩৩ সালে প্রখ্যাত সাহিত্যিক উইলিয়াম সমারসেট মম বাগদাদের একটা গল্প লিখেছিলেন৷ গল্পের নাম দ্য অ্যাপয়েন্টমেন্ট ইন সামারা বা সামারায় সাক্ষাৎ৷

চলুন গল্পটা শুনে আসি৷

বাগদাদে এক ব্যবসায়ী ছিলেন৷ তিনি তার... ...বাকিটুকু পড়ুন

×