ইদানিং একটা কথা শোনা যায়, '#ভালবাসায়_অন্যায়_নেই বা #ভালবাসা_অপরাধ_নয়'। কিন্তু সেটি কিসের ভিত্তিতে বলা হয়, জনাব? এখানে আসলে কোন ভালোবাসাকে বোঝানো হয়? কারা এই বাক্যের মিসইউজ করেছে?
বাবাকে ভালবাসার অনুভূতি একধরনের কিন্তু বয়ফ্রেন্ডকে ভালবাসার অনুভূতি সম্পূর্ণ অন্যরকম। মাকে ভালবাসার অনুভূতি একরকম কিন্তু প্রিয়তমাকে ভালবাসার অনুভূতি ভিন্নরকম। তাই স্বাভাবিকভাবে অনুমেয়, 'ডাল মে কুছ কালা হে'!
টিভি সিনেমায়, শিল্প সাহিত্যে সবস্তরে এই বাক্যের ভুল অর্থ ব্যবহার করে যাবতীয় অবৈধ ভালবাসাকে বৈধতার লেভেলে প্রচার করা হয়। এদের উদ্দেশ্য একটাই- তা হলো 'ব্যবসা'।
যারা চিপায় চাপায় ফুল বিতরণ করে ও গ্রহন করে তাদের ব্যপারটা সুরসুরি জনিত। সুরসুরিকে বৈধতা দেয়ার ক্ষেত্রে এঁদের উৎসাহের সীমা নাই। জনসংখ্যা বেড়ে যাওয়ায় চিরিয়াখানা কিংবা গাছতলাতে যায়গা না পাওয়াতে এঁরা খানিকটা মুস্কিলে পড়েছে। ফলে এঁরা রিক্সাগুলোকেই বানিয়ে ফেলেছে একেকটা #ভ্রাম্যমাণ_পতিতালয়।
আরেকটা শ্রেণী আছে যারা ঝোঁকে মাতাল। যারা না বুঝেই কার্ড পাঠায়, হুদাই এসএমএস করে যদিও তাতে হয়তো বানান ভুল থাকে, বক্তব্য গোছানো থাকে না। তাতে তাদের কিছু যায় আসে না। এরা একটা কিছু পেলেই হলো- মাস্তি করতে হবে।
মোটাদাগে সহজ করে বলি, যা বলছিলাম- 'ভালবাসা তখনি অপরাধ যখন এটি বৈধতার সীমাকে অতিক্রম করে'। এই তথাকথিত ভালবাসার নামে বেহায়াপনা এবং এটির প্রচার ও প্রকাশ মারাত্মক অপরাধ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


