তখন ইন্টার ফাস্ট ইয়ারে পড়ি। মন পুরা উড়া ধুরা...সবকিছুই কেমন জানি ভালো লাগে।
-কি হলো,কি বলবা বলো?
-কি বলছি শুনো নাই?আমি তোমারে ভালোবাসি
-কি হলো , চুপ কর আছ কেন?
(এতোক্ষনে বুঝলাম আগে যেগুলো বলছি ওগুলা আমি বলছি ঠিকই,মনে মনে আরকি....গলা দিয়া বাইর হয় নাই আর কি) :-&
-কি ব্যাপার,আজব কথা বল না কেন
-ভালো আছ? :-&
-এইটা জিঙ্গাসা করার জন্যে রিকসা থামাইসো?
-হ্যা :-&
-তোমার পা কাপে কেন? :-<
-পা....আসলে আমার আব্বার ডাইবেটিস আছে তো..তাই মনে হয় আমারও হইছে :-&
-তা্ইলে যাও,বাড়ি যাইয়া ইনসুলিন নাও :-<
-আচ্ছা :-&
-শুধু আচ্ছা? :-<
-হুম :-&
-আর কিছু বলবা? :-<
-না
-আ্চ্ছা আমি যাই
-শোন
-কি
-চলো হাটি :!>
-মানে কি
-মানে তোমাকে বাসা্য পৌছায়ে দেই
ঝাড়া ২ মিনিট আমার দিকে তাকায়ে রইলো...আমার তো পা কাপাকাপির চোটে খুলে পরার অবস্থা... :-&
-আচ্ছা চলো
-কোথায়?
-আমাকে না বাসায় পৌছায়ে দিবা!
-ও
-আর কাল তোমার ডাইবেটিস টা টেস্ট করাইয়া নিও :-<
-হুম :-&
-এই কালো কালারের গেন্জি আর পড়বা না,এমনিতেই কালো,আরো কালো লাগে
-ও :-&
-ও ও করো ক্যান, বলো আচ্ছা ঠিক আছে আর পড়বো না
-এনার্জ সেভ করছি,হাটতে হবে তো
-তাহলে তো এখন থেকে তোমাকে বোবা হয়ে থাকতে হবে :>
আমি কিছু বললাম না,একটা লাজুক হাসি দিলাম... :!> :#> হাটতে শুরু করলাম...অনেকটা পথ হাটতে হবে...অনেকটা.......।
(আমার কথা : আমি কখনো লিখিনা, যদিও অনেক দিন ব্লগে আছি, খালি পড়ে যায়।এটা আমার প্রথম অপচেষ্টা,অখাদ্য। ভেবেছিলাম নিজের কথা লিখবো। শুরুও করেছিলাম সে ভাবে..শেষের দিকে এসে কেমন জানি হয়ে যায়...জীবনটাকে গল্প করা যায় না, কিন্তু গল্পটাকে জীবনের করা যায়...তাই করে দিলাম Happy Ending…ভালো থাকবেন সবাই)
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৩ রাত ৮:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


