তুমি এসেছিলে, তুমি থাকবে বেচে অনন্তকাল,
সাগরের বুকে স্রোতের মত কিংবা রক্ত রঙ্গের প্রবাল।
পৃথিবী হেসেছিল তোমার স্পর্শে স্নিদ্ধতার হাসি মেখে,
দিয়েছিলে তুমি ধরনীর বুকে নতুনের ছবি একে।
এমন দিনে তোমার আগমন বদলে দিয়েছে সব,
তোমার জন্য পাখিরা আজ করছে কলরব।
এইবার আসেন কেক কাটি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




