somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুক্তরাজ্যে নববেশে ম্যাকার্থিজম ও মুসলিমদের করণীয়

২২ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টেক্সাস পোর্টহুড সেনানিবাসে সন্দেহভাজন বন্দুকধারী নিদাল মালিক হাসানের হাতে ১৩ মার্কিন সৈন্য খুন হওয়ার ঘটনার পরবর্তীতে সুপরিচিত ইয়েমেনী ইমাম আনোয়ার আল-আওলাকির সঙ্গে তার কথিত সম্পর্কের বিষয়টিকে বৃটিশ থিংকট্যাংক, সংবাদপত্র ও ওয়েবসাইটগুলো অবলম্বন বানিয়ে বৃটেনের শীর্ষ স্থানীয় ইসলামী সংস্থা ও মুসলিম ব্যক্তিত্বদের খোঁজে জোর তৎপরতা শুরু করে দিয়েছে- এঁদের পাকড়াও করে বিশ্বের সামনে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হিসেবে তুলে ধরার উদ্দেশ্যে। ১৯৪০ দশকের শেষাংশ থেকে ১৯৫০ দশকের শেষাংশ মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্র কমিউনিস্ট জুজুর ভয় দেখিয়ে এই জাতীয় শত্রু-ষড়যন্ত্রী সন্ধানে ও পাকড়াও অভিযানে প্ররোচনা, যুগিয়েছিলেন মার্কিন সিনেটর জোসেফ ম্যাককার্থি বা ম্যাকার্থি। কমিউনিস্ট বিরোধী আগ্রাসী তৎপরতা চালিয়ে বিশ্বজুড়ে কুখ্যাতি কুড়িয়েছিলেন সিনেটর জোসেফ ম্যাকার্থি। কমিউনিস্ট সন্দেহে তখন বহু নিরীহ লোককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের সম্মুখীন করা হয় এবং অবশেষে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়। ম্যাকার্থিজম শব্দের প্রচলন শুরু হয় তখন থেকে।
ফোর্ট হুড হত্যাকান্ড প্রসঙ্গে পরের খবরে বলা হয়, আল আওলাকি নাকি তার ওয়েবসাইটে সন্দেহভাজন হত্যাকারীর তারীফ করেছেন। তিনি নাকি ওয়েবসাইটে বলেন, নিদাল জামান হচ্ছেন একজন বীর নায়ক। আল আওলাকি নাকি আরো বলেন, মার্কিন সেনাবাহিনীতে ঐ সমস্ত মুসলমান কাজ করার যোগ্য যারা নিদাল ২৮ সালের মতো দৃষ্টিভঙ্গী পোষণ করবেন এবং প্রয়োজনে নিদাল হাসানের পদাংক অনুসরণ করবেন।
আল আওলাকি এই মর্মে দুঃখ প্রকাশ করেন যে, মার্কিন মুসলিম সংস্থাগুলো প্রশাসন কর্তৃপক্ষের সুরে সুর মিলিয়ে নিদালের নিন্দায় মুখর দেখা যাচ্ছে। আওলাকি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে তথা পাশ্চাত্যে রাষ্ট্রীয় বিধিনির্দেশ ও কর্মব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলা বর্তমানে মুসলিম জনগণের জন্য ক্রমশ দুঃসাধ্য হয়ে দেখা দিচ্ছে। পশ্চিমারা রাষ্ট্রীয় প্রশাসনের গরজে মুসলমানদের এমন সব কাজকর্মে অংশ গ্রহণের আহবান জানাচ্ছে, মুসলমানের ন্যায়বোধ ও বিবেকের তাড়নায় যা সম্পূর্ণ পরিপন্থী। আমেরিকা ও পাশ্চাত্যে ইসলাম বৈরী পরিবেশে মুসলমানের বসবাস ক্রমশ দুঃসাধ্য হয়ে যাচ্ছে বলেন আওলাকি।
আল আওলাকি কোনো উপেক্ষণীয় ব্যক্তিত্ব নন। ভর্জিনিয়া গ্রেট ফলে দার আল হিযরাহ মসজিদে স্বল্পকাল তিনি ইমামতি করেন।
বলা হয়, ঐ সময় ২০০১ সালে নিদালের মায়ের জানাজা অনুষ্ঠান তিনিই সম্পন্ন করেন। ইউকের কয়েকটি সুখ্যাত ইসলামী সংস্থার পক্ষ থেকে কয়েকটি সম্মেলনে ভাষণ দেয়ার জন্য আওলাকিকে দাওয়াত দেয়া হয়। এবং বলা হয় ১৯৯০ দশকের শেষ বছরগুলোয় অত্যন্ত জনপ্রিয় বক্তা হিসেবে গণমঞ্চে তিনি আবির্ভূত হন। আজকের দিনেও বৃটেনের বিভ্রান্ত তরুণ মুসলিম সমাজে উল্লেখযোগ্য সংখ্যক অনুসারী সৃষ্টির তিনি সাফল্য দেখিয়েছেন।
তখনকার দিনে আওলাকি সুবিবেচক ব্যক্তি স্বরূপ গৃহীত ছিলেন। তার বক্তব্যে চরম পন্থার আবাস সেদিনগুলোয় অনুপস্থিত ছিল। ৯/১১ আক্রমণকান্ডের পর ন্যাশনাল জিয়োগ্রাফিক ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে অত্যন্ত পরিচিত ও যুক্তিশাসিত ভঙ্গীতে নিজের দৃষ্টিভঙ্গী আল আওলাকি তুলে ধরেছিলেন।
পর্যবেক্ষকরা বলেন, ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসী যুদ্ধ শুরুর পর থেকে আওলাকির বিশ্বদর্শনে আমূল রূপান্তর সূচীত হতে দেখা যায়। ২০০৪ সালে তিনি ইয়েমেনে চলে যান এবং ২০০৬ সালে তাকে ১ বছরের বেশি সেখানে কারাদন্ড বরণ করে নিতে হয়- যদিও কোনো অভিযোগ তার বিরুদ্ধে খাড়া করা হয়নি।
পাশ্চাত্যে সহিংসতার পথে মুসলিমদের প্ররোচিত করায় আওলাকির প্রভাব যেভাবে সক্রিয় দেখা যাচ্ছে, নিরপেক্ষ পর্যবেক্ষকরা মনে করেন সেই প্রভাব ও প্রতিক্রিয়ার সমুচিত মোকাবেলার জন্য মুসলিম আলেম ও বিজ্ঞ ব্যক্তিদের গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পদ্ধতি অবলম্বনের ধারায় মুসলিম জনগণকে উদ্বুদ্ধ করার স্বার্থে জোরালো ভূমিকায় ময়দানে নামা উচিত। বর্তমানে কানাডার বাসিন্দা সুবিখ্যাত ইসলামী পন্ডিত ডক্টর জামাল বাদাবি পোর্টহুড হত্যাকান্ড সম্পর্কিত আওলাকির বক্তব্য ও দৃষ্টিভঙ্গীর কঠোর বিরোধিতা করেছেন।
আল কুরআন ও সুন্নাহর কারণবিহীন শক্তি প্রয়োগের ঘোর বিরোধিতা করা হয়েছে। শুধুমাত্র নিপীড়ন প্রতিরোধে ও আগ্রাসনের মুখে আত্মরক্ষার গরজে শক্তি প্রয়োগের অনুমোদন রয়েছে। শান্তিপূর্ণ জনগণকে বিশ্বাসঘাতকের ভঙ্গীতে আঘাত হানা ইসলামের আহবান নয়। পিঠে ছুরিকাঘাত মুসলিম চরিত্রের বিরোধী কাজ। মুসলমান শহীদ হয় সম্মুখ যুদ্ধে।
একাধারে শান্তিকামী এবং সত্য ও ন্যায়ের জন্য শহিদ হতে প্রস্তুত মুসলিম চরিত্রের মর্যাদা সম্মুন্নত রাখার মহতী আহবান ধ্বনিতে হয় গত মাসে সৌদি আলেম সালমান আল উদাহ্য়ের কণ্ঠে। তিনি তার আহবানে আলকায়েদার নিন্দা জানান। দুঃখের বিষয় যে, ২০০৭ সালের শুরু থেকে শেখ ইউসুফ আল কারদাবির মতো ইসলামী ব্যক্তিত্বের বৃটেনে প্রবেশ সে দেশের সরকার নিষিদ্ধ রেখেছে।
বৃটিশ সরকারের সিদ্ধান্তে তাড়না রয়েছে সেখানকার ইসরাইল সমর্থক লবির। এর আগে বরাবর বৃটেন ভ্রমণে গিয়ে এই বিশ্বখ্যাত আলেম সেখানকার মুসলমানদের সব ধরনের অকারণ সহিংসতা থেকে বিরত থাকার এবং নবপ্রজন্মকে উত্তম শিক্ষা দানে সমুন্নত নাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে তার উপস্থিতি ও বক্তব্য উপস্থাপিত ও প্রচারিত হওয়ার বিশেষ প্রয়োজন ছিল।
আল-আওলাকির উগ্র বক্তৃতাবিতরণ এবং ইউকে জুড়ে নতুন উদ্যমে শুরু ম্যাকাথীয় তল্লাশি ও ধরপাকড় তথা ত্রাস সৃষ্টির পটভূমিতে এই মুহূর্তে বিশেষ প্রয়োজন ছিল মুসলিম বিরোধী প্রচারণার উপযুক্ত জবাব দেয়ার যোগ্য ইসলামী বিজ্ঞ ও আলেম ব্যক্তিত্বদের বৃটেনে আগমন সুগম করা এবং শান্তিপূর্ণ ও সহাবস্থানমূলক পরিবেশ রচনায় তাদের সহায়ক অবদান বরণ করে নেয়ার। ম্যাকার্থিজমের এই নতুন মত্ততা অবশ্যই প্রতিহত হতে হবে। সিবিএস-এর প্রখ্যাত সাংবাদিক এডওয়ার্ড আর মারোর অনুসন্ধানী তৎপরতায় ম্যাকার্থিজমের কার্যে স্বরূপ এর আগে বিশ্ববাসীর দেখার সুযোগ হয়েছে।
মুসলিমদের বিরুদ্ধে অভিযোগ তোলা হলেই মুসলিম সমাজ তাকে প্রমাণিত বল মেনে নেবে না। অভিযোগের বস্তুভিত্তি তুলে ধরতে হবে। মুসলিম জনগণের ভয় পাওয়ার কোনো কারণ নেই।
মুসলমানের সুদীর্ঘ ইতিহাস হচ্ছে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে অটুট-নির্ভীক সংগ্রাম চালিয়ে যাওয়ার ইতিহাস। যাত্রা শুরুর প্রথম দিনটিতে আচারিত ধর্মানুষ্ঠান এবং গৃহীত জীবন ও জগত দৃষ্টি ইতিহাসের উত্থানপতনের ধারাবাহিকতায় অক্ষুণ্ণ রাখার সংগ্রামে মুসলমান সমাজ অনন্য ও অনবদ্য সাফল্য কায়েম করে রেখেছে ও কায়েম করে চলেছে। এবং কায়েম করে যাবে জীবন বাজি রেখে।
-ইসলাম অনলাইন অবলম্বনে
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৮
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আবারও রাফসান দা ছোট ভাই প্রসঙ্গ।

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ১৮ ই মে, ২০২৪ ভোর ৬:২৬

আবারও রাফসান দা ছোট ভাই প্রসঙ্গ।
প্রথমত বলে দেই, না আমি তার ভক্ত, না ফলোয়ার, না মুরিদ, না হেটার। দেশি ফুড রিভিউয়ারদের ঘোড়ার আন্ডা রিভিউ দেখতে ভাল লাগেনা। তারপরে যখন... ...বাকিটুকু পড়ুন

মসজিদ না কী মার্কেট!

লিখেছেন সায়েমুজজ্জামান, ১৮ ই মে, ২০২৪ সকাল ১০:৩৯

চলুন প্রথমেই মেশকাত শরীফের একটা হাদীস শুনি৷

আবু উমামাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, ইহুদীদের একজন বুদ্ধিজীবী রাসুল দ. -কে জিজ্ঞেস করলেন, কোন জায়গা সবচেয়ে উত্তম? রাসুল দ. নীরব রইলেন। বললেন,... ...বাকিটুকু পড়ুন

আকুতি

লিখেছেন অধীতি, ১৮ ই মে, ২০২৪ বিকাল ৪:৩০

দেবোলীনা!
হাত রাখো হাতে।
আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে বিষাদ নেমে আসুক।
ঝড়াপাতার গন্ধে বসন্ত পাখি ডেকে উঠুক।
বিকেলের কমলা রঙের রোদ তুলে নাও আঁচল জুড়ে।
সন্ধেবেলা শুকতারার সাথে কথা বলো,
অকৃত্রিম আলোয় মেশাও দেহ,
উষ্ণতা ছড়াও কোমল শরীরে,
বহুদিন... ...বাকিটুকু পড়ুন

ক- এর নুডুলস

লিখেছেন করুণাধারা, ১৮ ই মে, ২০২৪ রাত ৮:৫২



অনেকেই জানেন, তবু ক এর গল্পটা দিয়ে শুরু করলাম, কারণ আমার আজকের পোস্ট পুরোটাই ক বিষয়ক।


একজন পরীক্ষক এসএসসি পরীক্ষার অংক খাতা দেখতে গিয়ে একটা মোটাসোটা খাতা পেলেন । খুলে দেখলেন,... ...বাকিটুকু পড়ুন

স্প্রিং মোল্লার কোরআন পাঠ : সূরা নং - ২ : আল-বাকারা : আয়াত নং - ১

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৮ ই মে, ২০২৪ রাত ১০:১৬

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আল্লাহর নামের সাথে যিনি একমাত্র দাতা একমাত্র দয়ালু

২-১ : আলিফ-লাম-মীম


আল-বাকারা (গাভী) সূরাটি কোরআনের দ্বিতীয় এবং বৃহত্তম সূরা। সূরাটি শুরু হয়েছে আলিফ, লাম, মীম হরফ তিনটি দিয়ে।
... ...বাকিটুকু পড়ুন

×