সম্প্রতি ব্লগে একটি বিষয় নিয়ে অনেক ঝড় হয়ে গেল সেটি হল দেব নারায়নের দায়ের করা রিট।
আমরা ছোট বেলা থেকেই শুনে আসছি যে হযরত ইব্রাহীম (আঃ) তার নিজের সন্তান হযরত ইসমাইল (আঃ) কে কুরবানি দিতে নিয়ে গিয়েছিলেন আল্লহ কে খুশি কারবার উদ্দেশ্য। পরে সেটি আল্লাহর হুকুমে দুম্বা কুরবানি হয়ে যায় এবং হযরাত ইয়ামাইল (আঃ) বেচেঁ যান।
পৃথিবিতে একমাত্র ইসলাম ই সেই ধর্ম যার কোন বিকৃতি হয় নি। আন্যান্য ধর্মের দিকে তাকালে দেখতে পাবেন যে প্রত্যকটি ধর্মের কিছু না কিছু সংশোধন করা হয়েছে। কোন কোন ধর্মের আবার অনেকগুলো সংস্করনও রয়েছে। তাই এই ইসলাম ধর্মকে বিকৃত করার চেস্টা অব্যাহত ছিল, আছে এবং থাকবে। এবং কুরআন বিকৃতি করার চেস্টা করিরা এটি কিছুতেই বিকৃতি করতে পারবেনা। এ সম্পর্কে আমাদের কুরআনে বিস্তারিত বলা আছে।
এই অবিকৃত ধর্মকে বিকৃত করার একটি নগ্ন অপচেষ্টা হল দেব নারায়নের রিট। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রিতির দেশ। এদেশের বিচার ব্যবস্থা খুব একটা শক্তিশালী নয়। কুরআনের শত্রুরা এই সুযোগটাই নিতে চেয়েছিল কিন্তু সফল হয় নাই। এখন তাদের পুরান অস্ত্র জঙ্গীবাদ আবার উস্কে দেয়া বাকি আছে। কারন আমার মতে এই এদেরই আরেক সৃষ্টি হল জঙ্গীবাদ। এখন যদি কোন হুমকি বা হামলা হয় দেব নারায়নের উপরে তবে তার দোষ তারাই জঙ্গীদের উপর চাপাবে। ফলস্রুতিতে বাংলাদেশ কে তালেবান রাষ্ট্র হিসেবে প্রমানের আরেকবার সুযোগ পেয়ে যাবে।
আমরা ধর্মপ্রান জাতি। এদেশের ৯০ ভাগ লোক ই মুসলমান। যে রিট করেছে তার নাম হিন্দুদের নামের সাথে মেলে। ফলে আমদের দেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছ তা নষ্ট কারার একটি অপচেষ্টা ও বলা যেতে পারে।
তারপরেও আমরা আমাদের দেশে সুখে শান্তিতে বাস করতে চাই। আর আল্লাহ তা'লা কুরআন বিকৃতির অপচেষ্টা কারিদের হেদায়েত দান করুক। তাদের ঈমান দিক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




