ঢাকা শহরের টুরিস্ট স্পটগুলো নিয়ে একটি সিকোয়েন্স শুরু করেছিলাম। কিন্তু মাঝ পথে বন্ধ আর অনেকদিন সময় হয়নি। ভাবছি আবার শুরু করি। আজকে চলুন আহসান মঞ্জিলের কিছু ছবি দেখি।
![]()
জমিদার শেখ ইনায়েত উল্লাহ অস্টাদশ শতাব্দীর মাঝামাঝি (বর্তমান আহসান মঞ্জিল) প্রমোদভবন নামে একটি রঙ্গমহল তৈরি করেন।
![]()
ইনায়েত উল্লাহর মৃত্যুর ফরাসিরা এই প্রমোদ ভবনটি তাদের বাণিজ্য কুঠির হিসেবে ব্যবহার করে
![]()
১৮৩০ খ্রিস্টাব্দে খাজা আলিমুল্লাহ ফরাসিদের কাছ থেকে ভবনটি ক্রয় করেন এবং বসবাস শুরু করেন।
![]()
১৮৭২ খ্রিস্টাব্দে নওয়াব আবদুল গণি পুরো ভবনটিকে পুনঃনির্মাণ করেন এবং তার পুত্র খাজা আহসান উল্লাহর নামানুসারে ভবনটির নাম করেন আহসান মঞ্জিল।
![]()
১৯৭৪ সালে ঢাকা জাদুঘর এবং পর্যটন করপোরেশনকে যৌথভাবে এটিকে স্মৃতি জাদুঘর করার পরিকল্পনা করা হয়।
![]()
১৯৯২ সালের ২০ সেপ্টেম্বরআহসান মঞ্জিলকে ঢাকা জাতীয় জাদুঘরের শাখা হিসেবে উদ্বোধন করা হয়।
![]()
বুড়িগঙ্গা নদীর তীরে এই সুরম্য মঞ্জিল অবস্থিত
![]()
বিস্তারিত জানতে এখানে ঢু মারতে পারেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




