প্রচারনায় : জাতীয় মহিলা বিষয়ক মন্ত্রণালয়।
আসুন আমরা নেট এ - একজন টিনেজের থেকে মহিলাতে পরিনত হবার সব ধ্যান দেখি।
( কারো জীবনের সাথে মিলে গেলে মোটেও মনে করবেন না যে কাকতালীয়,
১. হাই-ইস্কুলে নতুন, রিনি ঝিনি মিনির মত মন, আব্বু নেট ব্যবহার করতেই হবে। অতএব নেট লাইন। ইস্কুল থেকে বাসা এসে নেট এ। Hi5 আর msn এর জন্যে Emoticon Collect করা। মাঝে মাঝে কোচিং এ পরিচয় হওয়া ছোট ছোট মুছওয়ালা ছেলেটার সাথে চ্যাট।
এসময় কিছু অতিব উৎসাহি নেট ব্যবহারকারী কয়েকজন কে ভাইতে রুপান্তর। (১৩-১৫)
২. hi5 প্রোফাইল কাস্টোমাইঝেশন আর নিজের hi5 গ্রুপ নিয়ে আরেকটা সমমনা মেয়ের গ্রুপের সাথে সারাদিন ঝগড়া।
নিজের সদ্য প্রস্ফুটিত ছবি আপলোড আর কমেন্ট পাবার আর কমেন্ট জবাব প্রদানের অপেক্ষায় রাত্রি যাপন। (১৫-১৮)
৩. আর ভাল্লাগেনা সারাদিন নেটে। পড়াশোনায় মন বসে না। MSN এ রোমান্টিক সব স্ট্যাটাস, কার অপেক্ষায়? অতএব সেই একজনের সাথে নেটে প্রেম। দু:খজনক হলেও সত্য ছেলেটা থাকে ইতালী। আর তো ভাল লাগেনা, জান কবে আসবা দেশে? যথারীতি ব্রেকআপ। অতি সুযোগ সন্ধানী কয়েকজন নায়কের মনের কোনে আনাগোনা।
মন পড়ে রয় ইতালীয় মনে। (১৮-২০)
৪. উফ সারাদিন কি ব্যস্ত। রাতে একটু নেটে হাই-হ্যালো। আরে এই ছেলেটা দেখি আজও আমার প্রোফাইলে চক্কর মারে। ভাল ভাল।
MSN একটু চ্যাট, সেই সাথে ফেসবুকে এটা সেটা কুইজের ব্যবহার। ভদ্রতার চরম। ফেসবুকে কোন ছবি দেওয়া হয়না। প্রাইভেসির ব্যাপারসেপার। প্রেমিককুলের ব্যর্থ আনাগোনা,যদি একটা ছবি দেখতে পেতাম মেয়েটার।
পারিবারিক সর্ম্পক গুলা ফেসবুকে - হঠ্যাৎ উতলে উঠা পারিবারিক বন্ধন রক্ষাকরণ নীতি। (২০-২৫)
৫. বিয়েসাদী করে মাশাআল্লাহ, সুগৃহিনী। মাঝে মাঝে সামু তে পোস্ট, অনেক ছেলেই অবিবাহীত মনে করে। কি করব , রূপলাগী জনম জনম।
জামাইর সাথে ককস বাজার রে দিনাতিপাতের ছবি ফেসবুকে আপলোড, কিছু পুরাতন নেট বন্ধু-আদতে প্রেমিক সমাজের দীর্ঘক্ষন তাকিয়ে থাকার খোরাক। আফসোস। (২৫-চলছে গাড়ি যাত্রাবাড়ি)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



