
এবারের অমর একুশে গ্রন্থ মেলায় প্রকাশিত হয়েছে আমার দু’টি কবিতার বই
‘ধরা দেয় ধরা সে দেয় না আবার’ এবং ‘আলোর কাছে’। বই দু’টির প্রচ্ছদ এঁকেছেন- মাসুক হেলাল। প্রকাশ করেছে - মেলা।
পাওয়া যাচ্ছে - উদ্যানে- ৩১১-৩১২ নং ‘মেলা’ প্রকাশনীর এবং বাংলা একাডেমীর লিটল ম্যাগ চত্বরে ১৮ নং জলছবি বাতায়নের স্টলে।
►বইয়ের নাম :
১। আলোর কাছে
২। ধরা দেয় ধরা সে দেয় না আবার
লেখক : রুহুল গনি জ্যোতি
প্রকাশক : মেলা
প্রচ্ছদ : মাসুক হেলাল
বইয়ের ধরণ : কবিতা
প্রাপ্তিস্থান : ‘মেলা’ প্রকাশনী এবং বাংলা একাডেমীর লিটল ম্যাগ চত্বরে ১৮ নং জলছবি বাতায়নের স্টলে।
বইমেলায় স্টল নং : ৩১১-৩১২ নং এবং লিটল ম্যাগ চত্বরে ১৮ নং জলছবি বাতায়নের স্টলে।
মূল্য : ১০০ টাকা।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



