রীতিমত ক্যু করে ফেলেছে জোট সরকারের শরীক দলের নেতা ফজলুল হক আমিনী। রাতের অন্ধকারে অনুগত মোল্লাদের দিয়ে প্রচার করালেন রবিবার থেকে রোজা। অর্থাৎ শনিবার রাতেই সেহরী খেতে হবে।
ওদিকে ধর্ম প্রতিমন্ত্রীর নেতৃত্বে চাদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রোজা হবে সোমবার থেকে। অর্থাৎ সেহরী খেতে হবে রবিবার রাতে।
আমিনী কয়--- সরকার প্রতারনা করছে। সরকারকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
অন্যদিকে বায়তুল মোকাররমে ইমাম কয়- চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তই ঠিক।
ইসলামে আরেক স্বঘোষিত ঠিকাদার জামাত নেতাদের এখন আর কোন কথা নেই।
ধর্ম নিয়া এতো বড় বাটপাড়ী ধর্মের ইতিহাসে ঘটছে কি-না সন্দেহ।
কিন্তু সরকারের মুখে কথা নাই। সে তো কিছু জানেনা। পুরো ভদ্দরনোক হইয়া গেছে। তয় আমরা জানতে চাই-- কার ইসলাম সত্যিকার ? আমিনীর.. চাদ দেখা কমিটির.. জামাতের নাকি বিএনপির ?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





