গত কাল থেকে শুরু হয়ে গেছে স্পেনিশ লিগ। আজ মাঠে নামছে স্পেনিশ লিগের দুই চির প্রতিদন্ধি বার্সালোনা ও রিয়াল মাদ্রিদ। আজকে বার্সালোনা নিয়ে কিছু লিখতে বসলাম।
২৯ নভেম্বর ১৮৯৯ হেন্স গেমপার বার্সালোনা ফুটবল ক্লাব প্রতিষ্ঠা করেন যখন বিশ্বের বৃহত একটা অংশের কাছে ফুটবল খেলা সম্পর্কে কোন ধারণা ছিল না। সেই থেকে শুরু করে এত দুর পাড়ি দিয়ে বার্সালোনা সারা বিশ্ববাসিকে সপ্নের ফুটবল উপহার দিয়ে আসছে।
বর্তমানে বার্সালোনাতে মহিলা ও পুরূষ মিলিয়ে বিভিন্ন শ্রেনির ১৫ টি দল আছে। দল গুলো হলঃ-
পুরূষ দলঃ Barça B, Youth A, Youth B, Cadet A, Cadet B, IChildrenA, Children B, Aleví A, Aleví B, Benjamí A and Benjamí B.
মহিলা দলঃ Women A, Women B, Women C and Women F-7.
বর্তমানে বার্সালোনার যে দলটি সপ্নের ফুটবল উপহার দিয়ে আসছে সে দলের প্লেয়ারদের কথা না লিখলেই নয়। বর্তমান বার্সর সাফল্লের পিছনে সবচেয়ে যাদের আবদান সবচেয়ে বেশী তারা হলেন মাঝমাঠের দুই কারিগর জাভি আর ইনিয়েস্তা। এদের দুজনের মাঝমাঠের ছন্দময় ফুটবল আর ডিফেন্স ছেড়া পাস বার্সালোনাকে যে কোন খেলায় অনেক দূর এগিয়ে রাখে। ইনিয়েস্তা জাভির জাদুকরি পাসকে সফলভানে কাজে লাগানোর জন্য আছে আরেক ফুটবল জাদুকর লিয়নেল মেসি। যে বেশ কিছুদিন ধরে বিশ্ববাসিকে অন্য গ্রহের ফুটবল উপহার দিয়ে আসছেন। আছে গোল পোস্টের অতন্দ্র প্রহরী ভিক্টর ভালদাস। আছে প্রতি পক্ষের আক্রমণ প্রতিরোধ করার জন্য জেরাড পিকে, পুয়েলের মত খেলোয়াররা। আক্রমণকে আরও শক্তিশালি করার জন্য বার্সালোনা নিয়ে এসেছে প্রতি পক্ষের জাল ছেড়া স্টাইকার ডেভিড ভিয়া। এত সব তারকা প্লেয়ারের সমন্বয়ে বার্সালোনা গড়ে তুলেছে তাদের দূর্বার টিম। নিচে বার্সালোনার বর্তমান দলের খেলোয়ারদের তালিকা দেয়া হলঃ-
ভালদাস(GK), মিলিতো(CB), মারকুয়েজ(CB), পুয়েল(CB), জাভি(RM), ইনিয়েস্তা(MF), ডেনিয়েল সিলভা, জেরাড পিকে, ডেভেড ভিয়া(FW), ইভরাহমোভিচ(FW), লিয়নেল মেসি(RW), বোজান কিরকিচ(FW), ম্যানুয়েল পিন্টো, কেইতা, পেডরো(FW), ম্যাক্র্ওয়েল(RW), জাফরেন, আদ্রিয়ানো, টরে(DM) , আবিদাল
এ পর্যন্ত বার্সালোনা অসঙ্খ ট্রপি জিতেছে। তার একটি সংক্ষিপ্ত তালিকা দেয়া হলঃ-
১)চ্যাম্পিয়ন্স লিগঃ-১৯৯১-১৯৯২,২০০৫-২০০৬,২০০৮-২০০৯
২)ফিফা ক্লাব ওয়াল্ড কাপঃ-২০০৯-২০১০
৩)ইউরোপিয়ান কাপ উইনার্স কাপঃ ১৯৭৮-১৯৮৯, ১৯৮১-১৯৮২, ১৯৮৮-১৯৮৯, ১৯৯৬-১৯৯৭
৪)ইউরোপিয়ান সুপার কাপঃ ১৯৯২-৯৩, ১৯৯৭-৯৮, ২০০৯-১০
৫)স্পেনিশ লিগ চ্যাম্পেয়নশিপঃ ১৯২৮-২৯,১৯৪৪-৪৫,১৯৪৭-৪৮, ১৯৫১-৫২, ১৯৫২-১৯৫৩,১৯৫৮-৫৯, ১৯৫৯-৬০, ১৯৭৩-৭৪, ১৯৮৪-৮৫,১৯৯০-৯১, ১৯৯১-৯২, ১৯৯২-৯৩, ১৯৯৩-৯৪, ১৯৯৭-৯৮, ১৯৯৮-৯৯, ২০০৪-০৫, ২০০৫-০৬, ২০০৮-০৯, ২০০৯-১০
৬)স্পেনিশ কাপঃ ১৯০৯-১৩, ১৯১৯ -২২, ১৯২৪-২৪, ১৯২৭-২৮, ১৯৪১-১৯৪২, ১৯৫১-৫৩, ১৯৫৬-৫৯, ১৯৬২-৬৩, ১৯৬৭-৬৮, ১৯৭০-৭১, ১৯৭৭-৭৮, ১৮-৮৩, ১৯৮৭-৯০, ১৯৯৬-৯৮, ২০০৮-২০০৯
এরই মধ্যে লিভারপুল থেকে আর্জেন্টাইন ডিফেন্সিভ মিডফিল্ডার মাসচেরেনা বার্সালোনাতে যোগ দিয়েছে। বার্সেলোনার আরেক ফরোয়াড ইবরাহমভিচ ধারে এসি মিলানের হয়ে খেলবে। বার্সালোসার কোচ পেপ গার্দিয়োলা দায়িত্ব নেয়ার প্রথম মৌসূমেই বার্সালোনাকে ৬ টি শিরোপা জিতান। পরের মৌসূমে জিতান স্পেনিশ লিগ। চির প্রতিদন্ধি রিয়াল মাদ্রিদ এবার ও দল বদলের বাজারে ভালো খেলোয়ারদের তার দিকে টানার চেষ্ঠা চালিয়ে সফল ও হয়েছেন। তবে রিয়াল মাদ্রিদের সব চেয়ে বড় ভরসা সদ্য রিয়ালে যোগ দেয়া কোচ 'স্পেশাল ওয়ান মরিনহো'। রিয়াল চাইছে তদের হারানো শিরোপা কেড়ে নিতে। আর বার্সালোনা দাঁড়িয়ে আছেন হেট্রিক শিরোপার সামনে। পেপ গার্দিওলার জাভি, মেসি, ইনিয়েস্তা দিয়ে গড়া দল কি পারবেন চির প্রতিদন্ধি রিয়াল কে এবার ও শিরোপা বঞ্চিত করে হেট্রিক শিরোপা জিততে???????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




