কখন নিশ্চিত হবেন আপনার বাড়ি চিটাগাং.........
যখন:
#আপনার বাসায় সব তরকারীতে প্রচুর ঝাল দেয়া হয়
#আপনার ঘনিষ্ঠ আত্মীয়দের অন্তত একজন মধ্যপ্রাচ্যে থাকেন
# আপনার পরিবারের অন্তত একজন মহিলা সদস্য বোরকা পরেন
#আপনি শুঁটকি অথবা ছোট চিংড়ী ছাড়া কোনো তরকারী রান্না করলে খান না
#আপনি শুঁটকি কে বলেন "ফুঁনি" আর চিংড়ী কে বলেন "ইঁছা মাছ"
# আপনি গলদা চিংড়ি কে বলেন "ক্যাঁটা ইছা"
# আপনি বিয়ে বাড়িতে গেলে মুরগীর রোস্ট কে বলেন "দুরুছ"
# আপনি বাবুর্চি কে বলেন "বসতি"
#আপনি রুটি, বিস্কুট, পরোটা, নান্- এসব চাতে ডুবিয়ে না খেলে চা ই খেতে পারে না, আর এই ডুবিয়ে খাওয়াকে বলেন "বোরাই খন্"
#আপনি বিয়ে বাড়িতে বরযাত্রীদের খাবার খাওয়াকে বলেন "বৈরাত খন্"
#আপনার কোনো আত্মীয় মারা গেলে আপনি তাঁর দাফন-কাফন এর চেয়ে কুলখানীর মেজবান (জেয়াফত) নিয়ে বেশি ব্যাস্ত হয়ে পরেন, এবং কত বিশাল গরু জবাই করা যায় তা ভাবেন
#এবং কুলখানীর এই মেজবান কে বলেন "চাইদ্দিন্না"
#আপনি নকিয়া ব্যাতিত মোবাইল সেট ভাবতেই পারেন না এবং আপনার মোবাইলের কী-প্যাড এ অবশ্যই আরবী বর্ণমালা আছে (কারণ এসব সেট মধ্যপ্রাচ্য থেকে আনা)
#আপনার প্রিয় মোবাইল অপারেটর হল "রবি", (জানামতে রবির মোট গ্রাহকের প্রায় ৬০% ই চট্টগ্রাম অঞ্চলের)
#আপনি লুঙ্গি পরে বাইক চালাতে ভালবাসেন
# আপনি যেকোনো উসিলাতেই মেজবান দিতে ভালবাসেন
#আপনি বিয়েতে কমপক্ষে ১৫০০-২০০০ এর কম লোককে দাওয়াত দেয়া রীতিমত অপমানজনক ভাবেন......
# আপনি "ইয়ে" কে বলেন "গ্যাঁয়া
#আপনি "যে" ছাড়া কোনো বাক্য শেষ করতে পারেন না। যেমন: "করছি যে", "খাইছি যে"
# আপনি মুরগী কে বলেন "কুরা"
# আপনি হাতপাখা কে বলেন "বিচইন" এবং বাতাস করাকে বলেন "বিচা"
#কুরবানীর ঈদে সবচেয়ে বড় গরু কেনা নিয়ে প্রতিবেশীদের সাথে আপনার কয়েক দফা "শীতল যুদ্ধ" হয়ে যায়।
#কোরবানীর ঈদে আপনার বাড়িতে প্রচুর চালের রুটি বানানো হয়।
#কোরবানীর ঈদে আপনি কোনো নতুন জামা-কাপড় কিনেন না, বরং ঐ টাকা বড় গরু কেনার পিছনে বিনিয়োগ করা সমীচিন মনে করেন।
#বিয়ের প্রথম কয়েকবছর কোরবানির সময় আপনার শশুর বাড়ি থেকে আস্ত একটা গরুই পাঠিয়ে দেয়া হয়। (কপাল ভাল থাকলে গরুর সাথে ছাগল ও দিতে পারে, উট ও দিতে দেখেছি)
# আপনি বিয়েতে ১০০০ লোক দাওয়াত করলে দেখবেন ২০০০ লোক এসে হাজির। (আল্টিমেট রেজাল্ট খাবার নিয়ে কাড়াকাড়ি আর মারামারি!!!....)
# আপনি শ্বশুর বাড়ির পক্ষের লোকজনদের বলেন "হুঁউরু গুসটি" আর বাবার বাড়ির পক্ষের লোকজনদের বলেন "বঁঅরো গুসটি"
# আপনি "রক্ত" কে বলেন "লক্ত" আর "পাগল" কে বলেন "ফঅল্"
# আপনি চিটাগাং এর বাইরের লোকজনকে বলেন "ভূঁইঙ্গা"
(চলবে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





