
রাজনীতিতে সবাই কমবেশ চেষ্টা করে নতুন কিছু ইনক্লুড করতে,এমন কিছু যা যুগের সঙ্গে আবহমান,ধারাবাহিক। জেনারেশনের পরে যেমন জেনারেশন বেড়ে উঠে।
কিন্তু বিএনপি সেই রীতিটা একসেপ্ট করছেনা,তারা এই ধারাটাকে ব্লকেড করে রাখতে চাচ্ছে। একের পর এক ব্লান্ডারের পরেও তাদের কোন প্রকার রাজনৈতিক শিক্ষা হচ্ছেনা। রাজনৈতিক ব্লান্ডারিং এর জন্য যদি পিএইচডি দেওয়া হত তবে সেটা বিএনপি এই দেড় বছরে আড়াইবার পেয়ে যেত।
তারা প্রতিটা ইস্যুতে এমন ভাবে কথা বলেন যেন দেশটাকে এই বুঝি বদলে দিলো,এই বুঝি দেশের ভাগ্য বদলে গেলো,কিন্তু তা শুধুমাত্র খারাপের দিকেই যাচ্ছে,টের পাচ্ছেনা।
তারা এমন এক শক্তি যারা নিজেরাই নিজের রাজনীতির কফিন বানায়,আর সেই কফিনে নিজেরাই পেরেক ঠোকে। তাদের পলিটিকাল স্ট্র্যাটেজি এতটাই অদ্ভুত যে,এরা কখনো দাবা খেলতে বসলে নিজের রাজাকে আগেই কিস্তিমাত দিয়ে দেব। আর তার সবচেয়ে বড় উদাহরণ তারেক রহমান নিজেই।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


