আমি দেখেছি, রোজার সময় আমাদের দূর্গা-পূজোয় বাজি নিষিদ্ধ করলেও আমরা রা করিনি... কারণ একটাই, এ দেশটা আমাদের সবার।
আমি দেখেছি, পূজোর সময় আমার বন্ধুদের (তাদের বেশীরভাগই ছিল ভিন্ন ধর্মমতাবলম্বী) আনন্দ সহকারে আমার সাথেই ঘুরাঘুরি করতে। কারণ একটাই, এ দেশটা আমাদের সবার।
ঈদের সময় আমরা সবাই ঘুরতে গিয়েছি বন্ধুর বাসায়। আনন্দ করেছি একসাথে। কারণ একটাই, এ দেশটা আমাদের সবার।
দেশের এই অবস্থায় যখন সবার উচিত, প্রতি-মুহুর্তে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ গুলো দেয়া সেখানে অনেক কেই দেখছি বাবরী মসজিদ, রাম-মন্দির, গুজরাট এসবের কথা তুলে এই ঘটনাটা ঢাকার চেষ্টা করছে। অন্য একটা দেশে কি হয়েছে না হয়েছে, তাতে কার কি আসে যায়? ফ্রান্সে কি করেছে না করেছে তাতে আমার কি এসে যায়? ভারত -পাকিস্তান কি করেছে তাতে আমার কি এসে যায়? তারা তো আমাকে আমার দেশের মানুষের মত ভালবাসবে না!!
ছোটবেলা থেকেই ভিন্ন ধর্ম মতাবলম্বী দের সাথে উঠা-বসা, গল্প-গুজব... খুব ভালো বন্ধুও ওরা। কখনোই মনে হয়নি, এ দেশটা শুধু ওদের। এটা আমারও।
আমাকে ছাড়া ওরা থাকতে পারবে কিনা জানি না, কিন্তু ওদের সবাইকে ছাড়া আমি অসম্পূর্ণ !!
এই দেশে আমার জন্ম। কেউ চাইলেই দেশের প্রতি আমার অধিকার কেড়ে নিতে পারবেনা। বাংলাদেশ আমার মাতৃভূমি। আমার বাপ-দাদা রা এ দেশের জন্য যুদ্ধ করেছেন। তাই, দয়া করে আমাকে আর সংখ্যালঘু অপবাদ না দিয়ে বাচতে দিন !!
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




