তাই বিখ্যাত জাদুর খেলার মধ্যে অন্যতম হচ্ছে চীনের দেয়াল বেধ করা । যা অকল্পনীয় ।
যা দেখেও বিশ্বাস হয় না ।
আরও একটা আছে David Copperfield - Death Saw
যা দেখে সাধারণ মানুষও হার্ট ফেল করতে পারে ।
আরও একটা মজার আছে
যেখানে ডেভিড কপার ফিন্ড উড়ে বেড়ায়, মাঝে একজন দশর্ককেও সাথে নেয়
এছাড়া আরও অনেক আছে যা ইউটিউব সহ বিভিন্ন ওয়েব সাইটে পাওয়া যাবে ।
আমি ছোটকাল থেকে সব সময় জাদু দেখার জন্য পাগল ছিলাম । কিছুটা অলৌকিক লাগত । কিন্তু যখন থেকে বুঝতে পারলাম এগুলো শুধু চোখের ধোকাঁ তখন থেকে দেখালেও বিশ্বাস করতাম না । মনে করতাম এর পিছনে নিশ্চয়ই কোন ব্যাপার আছে । চাইলে সব মানুষই করতে পারবে । শুধু দরকার অভিজ্ঞতা আর প্র্যাকটিস । কিন্তু ডেভিড কপার ফিল্ডের জাদুর কোন ট্রিক্সই আমার চোখে কিংবা মনে ধরা পড়ছে না ।
কিন্তু অনেকের কাছে শুনেছি ও পড়েছি জাদু হারাম । হ্যাঁ একসময় মানুষ গনতে পারত । কিংবা জাদু দেখাতে পারত তবে মহানবী (সা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




