অনেক রকম বিতর্ক আছে, সে উমুক দলের কর্মী বা লীগ মেরেছে না দল মেরেছে। আমরা কি একবারো চিন্তাকরতে পারি না বিশ্বজিত একজন মানুষ ছিল, যাকে রাস্তা ঘাটে এভাবে মেরে ফেলার অধিকার কারও নেই। অনেকের মাথায় আবার এই চিন্তা আসতে পারে, কত লোক জনই ত মারা যায়, এরে নিয়ে এত লাফালাফি করার কি আছে।
আছে , পুলিশ মিডিয়া আমাদের মত সাধারণ মানুষের শেষ আশ্রয়। তাদের সামনে যদি আমাদের কেউ পিটিয়ে মেরে ফেলে, আর আমার পরিবার সহ সারাজাতি তাকিয়ে তাকিয়ে দেখে তারপরো কারো বিচার না হয় আমরা কোথায় যাবো?
নিজেদের স্বার্থেই রুখে দাড়ানো উচিত। বিশ্ববাসী জানল, এই দেশের রাস্তায় এখনো পিটিয়ে মানুষ মারা হয়, আর সবাই তাকিয়ে দেখে। তাদের বুঝানো উচিত, এই দেশের এখনো মানুষ বাস করে, সবাই আ লীগ আর বি এন পি না।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




