এপ্রিল ১২: ‘গুপ্ত’ভবনে হাওয়া আসবে কই থিকা
রেলভবন যেন হাওয়া ভবন না হয়: নাসিম/ মন্তব্য: এইটা সম্ভব না। ‘গুপ্ত’ভবনে হাওয়া আসবে কই থিকা?
এপ্রিল ১১: শালার এই বিজিবি যত নষ্টের গোড়া
এপিএস ভদ্রলোকের দোষটা দেখলাম না। বাবু মশাইয়ের টাকা নিরাপদে পৌঁছে দেয়াটাই তো তার দায়িত্ব ছিল। ঠিকঠাকভাবে করতে পারেন নাই, এইজন্য বরং বিজিবির অশিক্ষিত সিপাহিরা, যারা ‘সু-র-ঞ্জি-ত সেন গু-প্ত’ বানান জানে না, বুঝতে সময় লেগে গেছে অনেক, তাদের দোষ দেয়া যেতে পারে। শালার এই বিজিবি যত নষ্টের গোড়া, নাম পাল্টিয়েও এদের শুদ্ধ করা গেল না, বাবুদের ভুল ধরে।
এপ্রিল ১০: শরমে ও মরমে মিডিয়া
‘বাচ্চু রাজাকার’! নামটি এভাবে বহুতবার শুনতে হচ্ছে ইদানীং মিডিয়া, মন্ত্রী এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কাছ থেকে। কয়েকদিন আগের আবুল কালাম আযাদ মিডিয়ায় হঠাৎ স্রেফ ‘বাচ্চু রাজাকার’ হয়ে গেল! ভাবখানা এমন, তারা বহুত আগেই জানতো, ইনি বাচ্চু রাজাকার। তার অন্য কোন নামই জানে না মিডিয়া। তাইলে এতদিন কোন শরমে তারা তাকে আবুল কালাম আযাদ নামে বলত! আর এখন কোন মরমে তারা ভদ্রলোকের এতদিনকার নামটা উল্লেখ করতেই ভুলে যায় স্রেফ বাচ্চু রাজাকার নামের আড়ালে! স্রেফ সরকারি পরিভাষা ও খবরদারির বাহক হিশেবে ফাংশন করাটাই কি মিডিয়ার কাজ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




