
সাংবাদিক ইলিয়াস হোসেন আসিফ নজরুলকে ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্ট আখ্যায়িত করে ভিডিও আপলোড করেছে।
এগুলো আমাদের দেশের সাধারণ মানুষ বোঝার মত জ্ঞান রাখেনা। কারণ আমরা এমন বিষয় নিয়ে ব্যস্ত থাকি যেগুলোতে আমাদেরকে ই*হু*দী-খ্রি*স্টা*নদের সেবা-দাস হিসাবে বানিয়ে রেখেছে। এবং আমরা দাস হিসেবেই থাকতে পছন্দ করি।
জ্ঞান-বিজ্ঞান চর্চায় আমরা এত বেশি পিছিয়ে যা বলার মতো না।
যেমন ধরুন আমাদের দেশের মানুষকে ক্রিকেট খেলা দেখে সময় নষ্ট করার ব্যাপারে কিছু বললে তারা বাপ-মা তুলে গালি দেয়।
অথচ এই মানুষগুলোই নিজেদেরকে শিক্ষিত মনে করে। এই মানুষগুলো এত মূর্খ যে, এদের সামনে কোন কথা বলাও মারাত্মক মুশকিল।
আপনি যখন কোন নামধারী শিক্ষিত মানুষদের সামনে কোন জ্ঞানের কথা বলবেন, যেহেতু তাদের এটা বোধগম্য হবে না, তারা এটা মেনে নিতে পারবে না। তখন তারা তাদের ইমোশন দিয়ে আচরণ করবে, বুদ্ধি দিয়ে নয়।
যেমন “সিক্রেটস অব জায়োনিজম: বিশ্বব্যাপী ই*হু*দি-দের ষড়যন্ত্রের ভেতর-বাহির” বইটি পড়লে আপনারা জানতে পারতেন যে ই*হু*দীরা কিভাবে সারা পৃথিবীতে চক্রান্ত করে এবং তাদের বিশ্ব শাসনের পরিকল্পনা।
এরা বই পড়ে না, এরা লোকে কি বলছে খালি শুনে - আর দেখে। এদের পড়াশুনা করার ইচ্ছা এবং জ্ঞানচর্চার মানসিকতা কোনটাই নাই।
পৃথিবী থেকে কিভাবে প্রচুর অর্থ উপার্জন করতে হয়, এরা এটাও শিখে না। এরা জ্ঞানচর্চা করবে না, কঠোর পরিশ্রম করবে না, কারণ এরা চাই “শর্টকাট”।
এজন্য এরা সব সময় ধোকা খায় এবং ই*হু*দী-খ্রি*স্টা*নদের সেবা-দাস হিসাবে আছে এবং আরো বহু কাল থাকবে।
“ক্রিটিক্যাল থিঙ্কিং” জিনিসটা আমাদের দেশের মানুষ একেবারেই বোঝেনা। অথচ বর্তমানে সারা পৃথিবীতে যতগুলো স্কিল / দক্ষতা আছে তার মধ্যে ক্রিটিকাল থিংকিং এক নাম্বার।
আমি এইসব বিষয় নিয়ে কখনো লেখালেখি করতে চাইনি, কারন আমিও এইরকমই মানুষ। আমার জ্ঞানও অত্যন্ত সীমিত।
একটি কথা বলে শেষ করতে চাই। সেটি হচ্ছে আমাদের দেশের মানুষ বই পড়ে না। আমরা বেশিরভাগ ভিডিও থেকে শুনে অথবা লোকের মুখে শুনে যে তথ্যগুলো তারা পায় যেগুলোর বেশিরভাগই হয় “বায়াস ইনফরমেশন”।
তারা মনে করে যে একজন এনালাইসিস করেছে এবং আমাকে সুন্দর করে প্রমাণ দিয়ে বুঝিয়ে দিল। দেখেই বিষয়টা সত্য মনে হল।
কিন্তু আপনার সামনে একজন ভিডিওতে এসে একটা এনালাইসিস করে তার পার্সপেক্টিভ বা দৃষ্টিকোণ শেয়ার করল, এটা যে মিথ্যা হতে পারে। এটা যাচাই করার যোগ্যতা যদি আপনি নিজে থেকে তৈরি করতে না পারেন, তাহলে আপনি ভবিষ্যতে আরো ধোঁকা খাবেন।
1. বই পড়ুন।
2. ক্রিটিকাল থিংকিং শিখুন।
3. নতুন জায়গায় ভ্রমণ করুন।
4. ওয়ার্কশপ / কনফারেন্সে অ্যাটেন্ড করুন।
এই পোস্টটি শেয়ার করে অন্যদেরকে জ্ঞানচর্চায় অনুপ্রাণিত করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


