যৌবনোদয়ে সাগরে গিয়ে ছিলাম জল-কেলি করিবারে,
মনের সায়রে আনন্দসলিল দুলেছিলো ছলাৎ ছলাৎ করে,
আমি নাচেছিলাম মননন্দে তাইরে নাইরে।
সাগরের নীর জল ঝলমল করছিল,
ঝিলমিল দেখে নয়ন স্বপ্নিল হয়েছিল,
ঢেউয়ের সাথে মনে দোলা উঠেছিল, আহারে,
মানসীকে বলার জন্য কত কথা জমেছে অন্তরে।
ঠিকানা জানিনা আমি তাকে শুধু একবার দেখেছিলাম,
একা আমি তখন সাঁতার কাটতে গিয়েছিলাম নীল সাগরে,
নন্দে নন্দিত হয়ে তরঙ্গাভি-ঘাতে হাঁটু জলে হাবুডুবু খাচ্ছিলাম,
তরঙ্গে তরঙ্গিত মাঝ সাগর থেকে কে যেন উঁকি ঝুঁকি দিচ্ছিল বারেবারে।
ওপারে যাবারাশে ভয় ভীতি ভুলে সাঁৎরাচ্ছিলাম,
চিৎসাঁতার কেটে ও আমাকে সঙ্গ দিচ্ছিল,
কথায় কথায় নাম বলেছিল সাগরিকা এখন হারিয়েছে দুঃখের সাগরে।
মনের কথা বলতে পারিনি ব্যর্থতায় কাতর এখন আঁখি বেয়ে অশ্রু ঝরে,
ওর বিরহে অকূলপাথারে ভেসেছি আমি মনের কথা ভাসিয়ে দিয়েছি ইথারে।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১০ রাত ৯:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




