আগের পর্বে ইউটিউব থেকে কিভাবে flv format এ ভিডিও ডাউনলোড করা যায়, সেই আলোচনা করেছিলাম। লেটেস্ট ভার্সনের winamp দিয়ে flv ফাইলের ভিডিও চালানো যায়। তারপরেও কোন সমস্যা হলে দুইটি উপায় আছে। প্রথমটি হল, flv player এর মাধ্যমে ফাইলটি চালানো। আর দ্বিতীয়টি হল, ফাইলটিকে avi তে কনভার্ট করে নেয়া যা windows media player, winamp এ সব software দিয়ে চালানো যাবে।
প্রথম উপায়ঃ
আপনাকে যেকোন একটি flv player ডাউনলোড করতে হবে। এ রকম একটি প্লেয়ার পাবেন Click This Link লিংকটিতে। এই উপায়ের সুবিধা হল flv ফাইল সরাসরি চালানো যাবে।
দ্বিতীয় উপায়ঃ
এক্ষেত্রে flv ফাইলকে avi তে কনভার্ট করবার জন্য একটি কনভার্টার ইউজ করতে হবে। এমন একটি কনভার্টার হল Pazera flv to avi converter. এই software টি পাওয়া যাবে Click This Link লিংকটিতে। software টি ইনস্টল করবার পর প্রথমে Video codec হিসেবে WMV version 2 (WMP 8) সিলেক্ট করুন। তারপর “add files” এর মাধ্যমে flv ফাইল ওপেন করুন। তারপর “convert” এ প্রেস করলে ফাইলটি avi format এ কনভার্ট হয়ে যাবে। নিচের ছবিটির সাহায্য নিতে পারেন।
ফলে flv player ছাড়াই ভিডিওটি চলবে। আপনার বন্ধুদের সাথে সহজে ভিডিও শেয়ার করতে পারবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



