আমি একজন নতুন এবং আনকোরা ব্লগার। তেমন কিছু লিখি নাই। তেমন লিখবার ক্ষমতাও হয়ত নেই। তবে অন্যদের লেখা পড়ি। পড়তেই যেন বেশী ভাল লাগে। কখনো গঠনমূলক আবার কখনো মজার কমেন্ট দেয়ার চেষ্টা করি।
আজ হঠাৎ আমি দেখলাম, আমার প্রতিটি ব্লগে একটি করে মাইনাস শোভা পাচ্ছে। সত্যি অবাক হলাম। আমার লেখা হয়ত ভাল না। হয়ত মাইনাস আমার প্রাপ্য। তাই বলে সব ব্লগে একটি করে মাইনাস থাকাটা উদ্দেশ্যমূলক বৈকি।
মাইনাসে হাত থেকে আমার ভাইয়ের জিপিএ ৫ পাওয়াও রক্ষা পায়নি। এরকম পোস্টে ইচ্ছাকৃত ছাড়া কেই বা মাইনাস দিবে? টিপাইমুখী বাঁধের বিরুদ্ধে লিখেও মাইনাস পেলাম। সত্যি খুব অবাক করার মত বিষয়। বাংলাদেশকে ভালবাসে এমন কেউ কি টিপাইমুখী বাঁধের বিরুদ্ধে অবস্থান নিতে পারে?
মাইনাসধারীকে বলছি, যদি সাহস থাকে তবে কারন সহ মাইনাস দিবেন। চুরি করে মাইনাস দেয়া কাপুরুষতা ছাড়া আর কিছু না।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



