ফুল আজ না ফুটুক,
গোলাপের সুবাস আজ না ছড়াক।
কুসুমকলি আজ না হোক জীবন,
তবু আজ বসন্ত।
বসন্তের কোকিল আজ না আসুক,
সে সুরেলা কন্ঠে আজ না ডাকুক।
মরুভুমির আজ না থাকুক অন্ত,
তবু আজ বসন্ত।
গাছে গাছে কচি পাতা আজ না থাক,
সবুজ গাছ গাছালি সব মরে যাক।
বীজের ভেতর ভ্রুণগুলি হোক ঘুমন্ত,
তবু আজ বসন্ত।
মানুষের মমতা আজ না থাক,
হোক সে নির্দয় আর নাপাক।
তাদের সকল প্রতিভা হোক সুপ্ত,
তবু আজ বসন্ত।
মানুষের হৃদয় আজ আনন্দে ভরে উঠুক,
দুঃখগুলি সব ঝরে যাক।
মানুষের মন হোক অনন্ত,
আজ যে বসন্ত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




