ভার্চুয়াল র্যাম নামে যে প্রচারণার সরগরম চলছে দেশের মোবাইল বাজারে তা নিয়ে বেশ সমালচনা চলছে স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে। দেশে ও দেশের বাইরের বাজার বিশ্লেষণ করে দেখা গেছে ভার্চুয়াল র্যাম নামের এই ফিচার কে শুধু বাংলাদেশ ভারতসহ কয়েকটি দেশে ব্যবহারকারীরা পেয়ে থাকেন আর ইউরোপ বা আমেরিকার ব্যবহারকারীরা এই ফিচার পাচ্ছেন না ।
র্যাম আমাদের ফোনগুলোকে ফাস্ট করে এবং অনেকেই এই কারণে ফোনগুলোকে ফাস্ট করতে এক্সট্রা টাকা খরচ করে ভার্চুয়াল র্যামের ফোনগুলো কিনছেন। আসলেও কি আমরা লাভবান হচ্ছি?
স্টোরেজ যতবেশি ফাস্টই হোক না কেন তা কখনোই ফিজিক্যাল র্যামের মত পারফমেন্স দিতে পারবেন না । ফোনের ভার্চুয়াল র্যাম কে কখনোই ফিজিক্যাল র্যামের মত ব্যবহার করতে পারবেন না । ফোনের ভার্চুয়াল র্যাম ব্যবহারের অনেক সীমাবদ্ধতা আছে ।
ভার্চুয়াল র্যাম বিপনন প্রচারণার কৌশল মাত্র। নিম্ন আয়ের বা উন্নয়নশীল মানুষদের ঠকাতে এই ভার্চুয়াল র্যাম বিপনন প্রচারণা হিসেবে নিয়েছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো ।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




