অনেক জল্পনা ও কল্পনা পেরিয়ে অবশেষে আমরা পেলাম এক নির্বাচিত সরকার...
একজন সাধারণ নাগরিক হিসেবে আমার কয়েকটি চাওয়া......
@ আসুন আমরা না বলি দূর্নীতিকে, বিশ্বের কাছে আর অপমানিত হতে চাই না, হতে চাই না বিশ্ব চ্যাম্পি্য়ণ।
@ আসুন আমরা ভালোবাসি দেশ, মাটি ও মানুষকে। আর নয় হিংসা, বিদ্বেষ ক্ষমতার অপব্যবহার।
@ আসুন রাজনৈতিক মাঠে আর কাদা ছোঁড়াছুড়ি নয়, বরং নিজেদের গাঁয়ের নোংরা ময়লা পরিস্কার করে ভালো মানুষ হই।
@ আসুন আমরা নোংরা রাজনীতির হিংস্র থাবা থেকে বের হয়ে আসি, সৃষ্টি করি নির্মল রাজনৈতিক পরিবেশ, ঘৃণা করি হরতাল নামের হিংসাত্নক কর্মকাণ্ডকে।
@ আসুন আমরা ফিরিয়ে দিই দূস্থ ও গরীবের ত্রাণের টিন, পরণের শাড়ি ও ত্রাণের বিস্কুট নিজেদের গোলায় না রেখে।
@ নয় কোনো সরকারি দল, নয় কোনো বিরোধী দল, সবাই সরকার-এর অংশ এ কথা মনে রেখে কাজ করি দেশ, জাতি ও জনগণের স্বার্থে।
.......কার্যকর সংসদ, কার্যকর সরকার, সচল দেশ, উন্নতির প্রধান হাতিয়ার।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



