এই চিত্রটি এখন প্রতিটি ওয়েবসাইট থেকে শুরু করে গাড়ি, বাড়ি এমনকি মানুষের গেঞ্জিতে পর্যন্ত দেখা যায়। ফেসবুক এর এখন যে অবস্থা বুঝেই পাইনা যে গাছের পাতা বেশি, নাকি ফেসবুক এর পেজ বেশি? অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে একেক জন ফেসবুক মেম্বার এর ৯/১০টা করেও ফেসবুক পেজ আছে, এত পেজ দিয়া তারা আসলে করেটা কি? খায় না মাথায় দেয়?
আমরা যিডা পাই সিডাতেই like মারি
আশা করি সবাই যোগ দিবেন। :#>
উপরের এতগুলা ডাইলগ মারসি পেজ এর বিজ্ঞাপনের জন্য, যারা বুঝে ফেলছেন, তাদের কাছে ক্ষমা চাই, তবুও পেজটায় লাইক মাইরেন। দেখেন, আতা মাথা সব পেজ এ মেম্বার আছে, আমার পেজ এ নাই। এইটা কি ঠিক?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




