বাংলাদেশে অচিরেই ভারতীয় সিনেমা আমদানি করে প্রদর্শন শুরু হচ্ছে। বাংলাদেশের হাতে গোনা কিছু ছবি বাদে অধিকাংশ ছবিরই যে মান, তাতে এম্নিতেই সাধারন মানুশ হলমুখো হয় না, তার উপর যদি ভারতীয় মুভি আসে, তাহলে কি হবে ?
আমাদেরও তো বিনোদনের দরকার। আমরা আর কত মাটির ময়না বা প্রজাপতির মত মুভির জন্য বসে থাকব? বাংলাদেশে এখন ৮০% মুভি ছাকিব খান কেন্দ্রিক, যেগুলো দেখতে সাধারন স্তরের মানুশ কখনই হলে যাবে না। আমরা চাই ভাল ছবি আসুক, অল্প পরিমানে। সর্বস্তরের মানুশ হলে যাওয়ার সুযোগ পাক।
আরেকটি সমস্যা হল ক্যাটাগরি সমস্যা। ভারতীয় মুভি এসে বাংলা ক্যাটাগরির হল দখল করতে পারে, অবশ্যই টা আমার কাছে গ্রহনজগ্য হবে না। আমিও চাই না ইন্ডিয়ান মুভি এসে সিনেপ্লেক্স এর বাংলা ক্যাটাগরি দখল করুক, বাংলা ক্যাটাগরিতে অবশ্যই দেশি মুভি দেখাতে হবে, প্রয়োজনে দেশি ও বিদেশি নামে দুটি ক্যাটাগরি করা যেতে পারে, যেখানে বিদেশি ক্যাটাগরিতে ইংলিশের পাশাপাশি ভারতীয় মুভি দেখান হবে।
পরবর্তী সমস্যা হল, ব্যাবসায়ি মনভাব সম্পন্ন আমদানিকারকরা বেশিরভাগই B গ্রেড সিনেমা আনবে, যেটা আমরা কেউই চাই না। আমরা চাই ৩ ইডিয়টের মত ভাল ছবি আসুক। আর যদি b গ্রেড সিনেমা আসেও, এক শ্রেণীর লোক আছে, তারাই দেখবে। তাতে আমাদের কোন লাভ নেই, ওই শ্রেণীর লোকেরা এম্নিতেও হলে সিনেমা দেখে। যদি নির্দিষ্ট শ্রেণীর কিচু মানুশ ছারাও সর্বস্তরের মানুশদের হল্ মুখি করতে হয় তাহলে অবশ্যই ভাল ছবি আমদানি করতে হবে, তবে অবশ্যই বাংলা মুভিকে সরিয়ে নয়, তার পাশাপাশি।
সর্বশেষ সমস্যা, বলুন তো, যদি স্টার সিনেপ্লেক্সে ৩ ইডিয়ট আর কুসুম কুসুম প্রেম একসাথে চলে, আপনি কোনটা দেখবেন? দর্শক কে দেশি সিনেমা মুখি করতে বাংলা সিনেমার মান উঠাতে হবে, এর জন্য বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে থার্ড পারসন বা গেরিলার মত ছবির জন্য বসে না থেকে ছাকিব খান কেন্দ্রিক ছবি থেকে বেরিয়ে আসতে হবে। এটি অবশ্যই সময় সাপেক্ষ বেপার, তবে তা শুরু করতে হবে এখুনি।
এটি আমার একান্ত মতামত, আপনাদের সকলের মতামত কামনা করছি।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১১ রাত ১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




