বুঝাতে চেয়েও বুঝাতে পারলাম না তোমায়
দিবানিশি শুধু চাহিয়া গেলাম,দেখা পেলাম না।
চাওয়ার ভাব যখন তীব্র থেকে তীব্র পেতে শুরু করে
আমি তখন সিগারেট টানি নির্জনে, কখনও বা শরীরটাকে মদের জ্বালায় ডুবিয়ে রাখি
কিন্তু শত ভুলবার চেষ্টা করেও পারি না তোমায় ভুলতে।
মাঝ রাতে ঘুম ভেঙ্গে তোমায় খুজি, মোবাইলে আর আসে না তোমার ফোন
তবু সর্বক্ষণ একটা মিথ্যা বাসনা মনটাকে ভর করে রাখে।
এই বুঝি তুমি এলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


