ঢাকা শহরের বাড়ীর মালিকদের দৌরাত্ম দিন দিন বেড়েই চলেছে। কোন নিয়ম কানুন না মেনে ইচ্ছামত বাসার ভাড়া বাড়িয়ে দেয়।
ডাকাতির মতো ব্যাভিচারী ব্যবসায়ও বোধকরি কিছু কিছু নীতিমালা থাকে। কিন্তু বাড়িভাড়া ব্যবসায় আদৌ কি কোন নীতিমালা আছে ?
টাকার বিনিময়ে ভাড়াটিয়াদের যেই সেবা দেওয়ার কথা তা দেওয়া তো দূরে থাক কিছু কিছু বাড়ীওয়ালা অমানুষের মতো ট্রিট করে।
ঠিকমত পানি না দেওয়া তাদের সবচেয়ে বড় দায়িত্ব।
মীরপুর ১নং-এর পীরের বাগ এলাকার আমির ভিলা নামে এক বাড়ির মহিলা কর্তীর কাজ হলো ভাড়াটিয়াদের নিয়া গেম খেলা। ২ মাস বা ৩ মাস পরপর ভাড়াটিয়াদের উঠিয়ে দিয়ে ভোগান্তি দেখা। সবচেয়ে খারাপ ব্যবহার দেখা যায় কুমিল্লার হাউজ ওনারদের।
সবচেয়ে বড় জোচ্চুরিটা করে বিদ্যুৎ বিল নিয়ে। পানির মটর থেকে শুরু করে নিজেদের কারেন্ট বিলও উসুল করে ভাড়াটিয়াদের থেকে।
বেশ কিছুদিন আগে খবরের কাগজে পড়েছিলাম এ ব্যাপারে সরকার একটি নীতিমালা চূড়ান্ত করবে। আর সব কিছুর মতো এই ব্যাপারটিও টেবিলের তলায় পরে আছে।
এই ব্লগের আরিফ জামান ভাইয়ের বেশ কিছুদিন আগের একটা লাইন মনে পড়ে---
"রেখেছো বাড়িওয়ালা করে মানুষ করোনি" !!
সিটি কর্পোরেশন থেকে বাড়ী ভাড়ার রেট । লিস্টটাই সম্বল কিন্তু বাস্তবায়ন করার মতো কোন আইন এদের হাতে নেই।
বাড়ীভাড়া আইন নিয়ে আরও বিস্তারিত পাবেন: রণদীপম বসুর ব্লগে । সবার জ্ঞাতার্থে দিলাম।
উনি এ ব্যাপারে আইনের আশ্রয় নিয়ে খুব সুন্দর ভাবে অনেক পরিশ্রম নিয়ে লিখেছেন- এখানে ভুক্তভোগীদের সচেতন হওয়ার জন্য অবশ্যই পড়া উচিত।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




