কাহিনির শুরু ইন্ডিপেনডেন্ট টেলিভিশন এ ঈদ এর আগের দিন দেখলাম আমাদের কিং খান এর জিদ্দি মামা ছবির ট্রেলার।
ভালই লাগতাছিল,শাকিব খান ঘুসা দিয়া সব উড়াইয়া দিতাছে,
এক ঘুষিতে ৩-৪ জন ডিগবাজী খাইতাছে,আর সেই চিরন্তন দৃশ্য বাংলা ছবির, নায়ক এর ঘুসা খাইয়া ভিলেন এর চার্লি কোন এক দোকানের কাচ ভাইঙ্গা দোকানে ঢুইকা গেল।এর পর আইল কাহিনীর পালা।
কাহিনী হইল আমাগোর কিং খান এর একটা ভাগ্নি থাকে।তার ভাগ্নি রে তে জান দিয়া ভালাবাসে।ভাগ্নিরে লয়া যখন একদিন পার্ক এ যায়,ভাগ্নি আর মামা সুখে গান গাইতাছিল তখন ভিলেন মিশা সওদাগর(এক চেহারা আর কয়দিন ভাই
কইলাম থাম
BAJRANG THE HE MAN
অই ছবি তে ছিল চিরঞ্জীবি,ভুমিকা চাওলা,সামীরা রেডি, আর আরবাজ খান
আমার আমাগোর ছবিটা তে আছে শাকিব খান,অপু ভাই মানে বিশ্বাস আর রোমানা (এই মাইয়া নাটক এ ভালা আছিল)
এত মিল খুইজা পাওয়ার পর কোনোমতে বইয়া রইছি
এর মধ্যে আইল ছবির পরিচালক শাহাদাৎ হোসেন লিটন এর সাক্ষাৎকার,
সাংবাদিক হেরে কইল ছবি সম্পর্কে কিছু কন
লিটন ভাইঃএটি একটি মৌলিক ধারার ছবি।এই ছবিটি একদম অন্যরকম গল্প নিয়ে বানানো,এই ধরনের গল্প নিয়ে এই দেশ এ আর কেউ ছবি বানিয়েছে কিনা জানি না,একদম নকল মুক্ত,সুস্থ ছবি এই বারের ঈদ এ দিচ্ছি ইত্যাদি ইত্যাদি
হেইয়া!! কইয়া দুইটা হেঁচকি দিয়া খাটে পইড়া গেলাম।কনমতে জীবনটা ধইরা রাখসি এমন সময় আইল গান,
গানের কথা মনে নাই মাগার সুর পুরাই সালমান,অক্ষয় আর প্রিয়াঙ্কার Mujhse Shadi Karogi ছবির এই গানটার নকল।
জ্ঞান হারাইতে হারাইতে একটা কথাই বার বার কানে বাজতাছিল
,একদম নকল মুক্ত,সুস্থ ছবি এই বারের ঈদ এ দিচ্ছি ইত্যাদি ইত্যাদি
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১২ দুপুর ২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




