একটু আগেই দেখতে পেলাম আসিফ মহিউদ্দিন নৃশংস হামলার শিকার হয়ে উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
এই সম্পর্কে একটি পোস্ট ও স্তিকি করা হয়েছে।দুঃখ জনক ব্যাপার হল সেই পোস্ট এর একজন ব্লগার "মন্ত্রি মহোদয়" এর মন্তব্য
"আসিফ মহিউদ্দিন এর উপর হামলার জন্য দায়ী ধর্মপ্রাণ আস্তিকরা'
কারা এই হামলাকারি এই ব্যাপারে কেউই কিছু বলতে পারে না।কেবল আমাদের এই জ্ঞানী ব্লগার সাহেব ই এই মন্তব্য করেছেন।
না জেনে এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকুন।যারা এই ধরনের মন্তব্য করছেন তারা কেউই ঘটনা স্থলে উপস্থিত ছিলেন না।হামলাকারীদের মুখোশ একদিন উন্মোচিত হবেই।
আসিফ মহিউদ্দিন দ্রুত সুস্থ হয়ে উঠুক।উনি নাস্তিক না আস্তিক এই বিষয় নিয়ে আমার মাথা ব্যাথা নেই একজন মানুষ হিসেবেই আমার প্রার্থনা তার জন্য।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




