আধ্যাতিক ফকির গুরু বাবার মুরিদ বানাতে ভয় দেখিয়ে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণ করেছে পাঁচ ভণ্ড নরপশু। মেহেরপুর মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামে এই ঘটনা ঘটে।জানা গেছে, ওই কিশোরী নাজিরাকোনা গ্রামে তার নানী বাড়ি বেড়াতে যায়। ২৪ এপ্রিল সকালে পাশের বাড়ির আল্লাদি খাতুন তাকে কৌশলে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর আল্লাদি তাকে জোর করে একটি ঘরে ঢুকিয়ে দেয়।পূর্ব পরিকল্পনা মতে সেখানে আগে থেকেই অবস্থান করছিল ফকিরিতন্ত্রের পাঁচ নরপশু আনার ফকির (৫৩), আকবর ফকির (৫৭), খোকন (৩০), আফতাব (৩৭) ও হাশেম (৫৫)।
তাদের দেখে কিশোরী চিৎকার দিলে আনার ফকির বলে, তুই চিৎকার করলে পীর বাবা অখুশি হবে। তোর পরিবারের বিরাট ক্ষতি হবে। তোর কিছুই হবে না। আজকের পর থেকে তুই আমার মুরিদ হয়ে যাবি। এরপর তারা কাপড় দিয়ে তার মুখ বেঁধে তাকে পালাক্রমে ধর্ষণ করে।
পরে তারাই কিশোরির মাথায় পানি ঢেলে তাকে সুস্থ করে। এসময় আল্লাদি তাকে বলে-সে ফকিরদের সাথে দেহ দান করে মুরিদ হয়েছে। তুইও আজ থেকে মুরিদ হয়ে গেলি। তবে এ কথা কাউকে বলবি না।
পরে সুস্থ হয়ে ধর্ষিতা কিশোরী বিষয়টি তার পরিবার কে জানায়।এরপরে সমাজপতিরা একাধিকবার শালিসের ডাক দিলেও আসামীরা তা অমান্য করে। পরে গত রোববার ছয় জনকে আসামি করে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করেছেন কিশোরির পিতা মালেক।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সবুর সাংবাদিকদের জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।মুজিবনগর থানার ওসি সুবাস বিশ্বাস জানান, রোববার রাতে ধর্ষিতার পিতা মো. মালেক বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





