কালকে একটা প্রজেক্টের ডেডলাইন । কালকেই লাইভ ডেমো প্রেজেন্ট করতে হবে । অবশিষ্ট কাজগুলো শেষ করতে আজ সাপ্তাহিক ছুটির দিনেও তাই অফিসে আসলাম । পুরো অফিসে আমরা মাত্র দুইজন, পিয়ন আর আমি । এই প্রজেক্টের টাইমলাইন অলরেডি একবার এক্সটেন্ড করিয়েছি ....আমার কথাতেই সানডে টাইম ফিক্সড হয়েছে ।
অথচ আমার এখন কাজ করতে ইচ্ছে করছে না .....ম্যানেজমেন্টের সাথে অলরেডি ফোনে তিনবার কথা হয়েছে ....." জী ....জী.... সমস্যা নাই , আজকেই শেষ হয়ে যাবে .....বিকেল নাগাদ । সব শেষ করে দিয়েই বাসায় যাবো....... "
এদিকে আমি কাজ শেষ না করা পর্যন্ত পিয়নও আমার জন্য বসে থাকবে ( বেচারা এই ছুটির দিনেও তাকে এক্সট্রা সময় বসিয়ে রাখা .....খারাপ লাগছে...) ।
অফিসে আসলাম দেড়ঘন্টার বেশী হয়ে গেছে ......এই সময়টুকুতে কিছুই করিনি ....কিভাবে শুরু করবো তাও চিন্তা করিনি .....এদিকে সময় দ্রুত ফুরিয়ে আসছে । হায়রে দায়িত্ব!
ধ্যাৎ .... আমি কি করবো .....আমার কিছুই ভালো লাগছে না .....আমার কাঁদতে ইচ্ছে করতেছে ...(আম্মাআআ)(আম্মাআআ)(আম্মাআআ) । এখন আমি কি করতে পারি ....আপনারাই বলেন ।একটা ঠান্ডা আইসক্রীম খেতে ইচ্ছে করছে ....তাও সম্ভব না ...রোজা যে ।।
[ বস আবার এই ব্লগ পড়ে নাতো ......কে জানে .....পড়ুকগে.......]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




