গোটাকয়েক গোলাপ দাও
সঙ্গে দিও প্রেমের মৃত্যুসংবাদ
আমি বলে দেবো দীর্ঘশ্বাসের সংজ্ঞা।
মৌলিক অধিকারহীন মানুষের মতো
শিখিয়ে দিও স্বপ্নবিদ্যা, চোখে দিও কালঘুম
আমি বুঝিয়ে দেবো নির্ঘুম রাতের তাৎপর্য।
হাতে দিও কিছু সস্তা সিগারেট
সাথে দিও মৃত্যুর গ্যারান্টি
আমি লিখে দেবো জীবনের সারমর্ম।
ঘরে ঘরে জন্মে দিও স্বর্গদূত
উৎপাদন করো মাথাপিছু কয়েক'শো প্রেমের বুলেট
আমি শিখিয়ে দেবো আত্মহ্ত্যার সর্বোৎকৃষ্ট কৌশল।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




