
এসো প্রিয়তমা,
মহামারীর করুণ সুর বেজে ওঠার আগেই
মধুময় চুম্বনে আড়ষ্ট হই দুজনে
বিশ্বাস করো-
প্রেমের চুম্বনে জীবাণু থাকে না কোনো
দু'টি হৃদয়ের মান মন্দির নির্মিত হয় শুধু
হাতের তালুতে নেমে আসে পূর্ণিমার চাঁদ
ভেতরে নিবিড় সুখের স্বাদ।
এসো প্রিয়তমা,
হাঁটু মুড়ে নিগুঢ় প্রার্থনা শুরু করার পূর্বেই
ছিঁড়ে ফেলি সভ্যতার নিপুণ সেলাই
চুমুকে চুমুকে পান করি নিষিদ্ধ জোৎস্না
তোমার ঠোঁট থেকে চুলে, চুল থেকে পিঠে, নাভীমূলে
মিশিয়ে দেই আমার একান্ত দীর্ঘশ্বাস
ওগুলো বড় উষ্ণ-তীক্ষ্ণ-পবিত্র
অত্যধিক সুখে কাঁদাবে তোমায় আজীবন।
এসো প্রিয়তমা,
পৃথিবীর সর্বশেষ যুদ্ধটি সংঘটিত হওয়ার পূর্বেই
ভুলে যাই আমাদের কৃত্রিম পরিচয়
হয়ে যাই, চলো, জলজ কোনো প্রাণী
নীল নীলিমার তলে সমুদ্রের নোনা জলে
চলো কাটাই চিরসুখময় এক মগ্ন অবসর।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




