
একটি নিপাট ভদ্র
চায়ের কাপের পাশে
মুখ থুবড়ে পড়ে আছে
একটি নির্যাতিত অ্যাস্ট্রে
ভেতরে বিভিন্ন ব্র্যান্ডের কতিপয় সিগারেটের
বিহ্বল হৃদয়বিদারক আর্তচিৎকার।
এখন বিজ্ঞাপন বিরতি।
এখন বিরতির বিজ্ঞাপন।
বিজ্ঞাপন যারা ভালোবাসে
বিরতি তারা পছন্দ করে না
বিরতি যারা ভালোবাসে
বিজ্ঞাপন তারা পছন্দ করে না।
ধর্ষণ, প্রেম, খুন, আত্মহত্যা
এসবই এখন বিজ্ঞাপন
এসবই এখন বিরতি।
মহাকাশ ভেদ করে ছুটে চলেছে উন্মাদের মতো
একটি নিতান্ত আহাম্মক গ্রহ
শরীরজুড়ে অসংখ্য জীবাণুর সমাবেশ
এবং অসংখ্য উগ্র তত্ত্বের সংঘর্ষ।
এখন বিজ্ঞাপন বিরতি।
এখন বিরতির বিজ্ঞাপন।
বিজ্ঞাপন ভালোবেসে যারা বাঁচে
বিরতি ঘৃণা করে তারা মরে
বিরতি ঘৃণা করে যারা বাঁচে
বিজ্ঞাপন ভালোবেসে তারা মরে।
দাঙ্গা, যুদ্ধ, দুর্ভিক্ষ, দুর্যোগ
এসবই এখন বিজ্ঞাপন।
এসবই এখন বিরতি।
এখন শুধুই বিজ্ঞাপন বিরতি
এখন শুধুই বিরতির বিজ্ঞাপন।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৭ দুপুর ১২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




