তোমার জন্য আমি আবার কবি হবো।
উথাল-পাথাল নীল সমুদ্রের ঢেউ হবো
দিশেহারা মেঘের অজান্তে আপন কেউ হবো
নষ্ট দিনের কষ্ট নিয়ে হঠাৎ কোনো প্লাবন হবো
অভিমানের হ্যাচকা টানে আচমকা এক তুফান হবো
ভয় পেয়ে হোক একবার আমায় চিনে নিও
তোমার জন্য আবার আমি কবি হবো।
বৃষ্টি দিনে বিজলি-ভয়ে ঢুকবে যখন নিজের ঘরে
সারাদিন আমি তোমার পাশে গল্পের বই হয়ে শুয়েই রবো
শেষ বিকেলের লালচে আলো রাঙ্গাবে যখন আকাশটাকে
তখন আমি দূর দিগন্তে ক্লান্ত কোনো পাখি হবো
উদাস চোখে তখন আমায় একনজর দেখে নিও
তোমার জন্য আমি আবার কবি হবো।
ঘুমের ঘোরে স্বপ্ন দেখে কাঁদবে যখন একলা তুমি
তখন আমি ভয় তাড়ানো ভোর হবো
নৌকা চড়ে বিলের মাঝে যখন তুমি ঘুরতে যাবে
তখন আমি শাপলা হয়ে ফুটে রবো
পারলে আমায় নরম হাতে আলতো করে ছুঁয়ে দিও
তোমার জন্য আবার আমি কবি হবো।
যদি মেঘলা দিনে মন খারাপের সময় তুমি
জানালা দিয়ে বাইরে শুধু তাকিয়ে থাকো
তবে কদম গাছে কদম হয়ে ফুঁটেই রবো
গন্ধ নিলে বুঝবে তুমি আমারো তো দু:খ ছিল
জানবে তখন হাসলে তুমি
আমার মাঝেও সুখের কোনো কদম ফোঁটে।
তোমর জন্য আমি আবার কবি হবো।
তোমার জন্যে ভূতুরে রাত জোছনা দিয়ে মাখিয়ে দেবো
রূপকথার এক গল্প দিয়ে স্বপ্নগুলো রাঙ্গিয়ে দেবো
সুখের ঘুমে ভাববে তুমি অজান্তে এই কবির কথা
পাবে না দেখা, যাবে না ছোঁয়া
বুঝবে শুধু হৃদয় দিয়ে কবির ব্যথা
তোমার জন্য নাবালিকা আবার আমি কবি হবো।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




