আমার অনেক ছোট বেলার এক বন্ধু ছিলো তার নাম আরিফ ওর বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাই। আজ থেকে ১৪ বৎসর আগের কথা, তবে আমার একটি কথা মনে আছে ওই সময় আলমডাঙ্গা থানাতে ওদের একটা গার্মেন্ট ছিলো নাম আলামিন গার্মেন্ট এ ছাড়া আর কিছু জানিনা ।
আলমডাঙ্গা থানাতে কেউ থাকলে আমাকে এই ব্যবাপারে একটু সাহায্য করবেন আমি তার কাছে চির কৃতজ্ঞ থাকবো।
আমি আজ কয়েকদিন ধরে তার স¦প্ন দেখছি সে যেন আমার কাছে কি চাইছে । আমি স¦েপ্নর মাঝে তাকে জিজ্ঞাসা করলাম দোস্ত তুমি কেমন আছো কতো তোমার সাথে কথা হয়নি কিন্ত সে আমার কথাই কোন উত্তর দিলো না।
এই তথ্যপ্রযুক্তির যুগে এই ছামুর মাধ্যমে যদি আমি আমার বন্ধুর কোন সংবাদ পাই তা হলে চির কৃতজ্ঞ তাকবো এই প্রযুক্তির কাছে আর আমার ছামুর বন্ধুদের কাছে।
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




