রুদ্ধ নিঃশ্বাস- স্তব্ধ আত্নবলয়
স্রোতেরা উন্মুখ- তবু আছে বদ্ধতা
আজো জলে চলে হাইড্রোসেরি -
তাই ক্ষুদেপানা জমে স্বকীয়তায়-
প্রকৃতি জমিয়ে রাখে-
মনে নেই অভিকর্ষ- তাই
অতিত দাঁড়াতে পারে না – সদা ভাসমান-!!
আইরিশ ছাড়ে না দু ফোটা জল-
তবু জলে মননের গহীন অতল-
পাঁজর চেনে না নিজেকে-
প্রাণ পাখি জাগে শুধু বুকের খাঁচায়--
মুক্তির নেশা নেই, প্রাণে আবাহন নেই
ক্ষুনে নেই ফিনকি-
শুধু জাগে ব্যর্থ অতিতের দ্যর্থ উঁকি..!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




