শরতের দ্বারে গিয়েছিনু আমি দেখিতে তাহার রুপ-
বিজন ভূবনে , নির্জনে আজি দেখিতেছি নিশ্চুপ-
কত না মনের খেয়াল ভোলানো শিউলীর আহ্বান
গন্ধ বিনাই শোভাতে মোহিত বিরাগের কুহুতান
বকুলের শাখে গিয়েছিনু আমি লভিতে তাহার ঘ্রাণ
গিয়ে ভাবি হায়- এ তো ঘ্রাণ নয়- শুধু অনুরাগের সন্ধান
ঘুমঘোর ভেঙে প্রত্যূষে জাগি খুঁজে ফিরি আজ কি যে,
চেয়ে দেখি আহা ঘাসের ডগার শিশির কণার নিচে
কত বিমোহিত বিমুগ্ধ আজিকে শরতের আয়োজনে-
কথা কয়েছিনু বিদায়ে ব্যকূল কাশফুলেদের সনে
ভাবিতে ভাবিতে কাটানু কতক বিনিদ্র রজণী
হঠাৎ আমাকে ফেরালো আমাতে র্পূণিমা যামিণী
প্রকৃতির এই উৎসব ক্ষণে- কেন জানি আজ জিজ্ঞাসা মনে
কিসের কারনে শিউলী-বকুল ঘাসের ডগার শিশির ব্যকুল
কাহারে রাঙাতে ধরণীতে আজ দিবস রজণী জুড়ে এলো সাজ
কাহারে শোনাতে বাতাসে বাতাসে বাজিতেছে হায় খুশির বীণ-
মোর হিয়া বলে-
আজকে না মোর বন্ধুর শুভ জন্মদিন--!!!!!!!!!
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




