শব্দমাল্য দেব তোমায়-
অনাদিকালের পুঁথি হতে, ভাটিয়ালী-ভাওয়াইয়ার গীতবিতান হতে-
বিস্তৃত শব্দভান্ডারে সাজাব তোমার মন-
শব্দের স্বীকৃতি আজ শব্দে হবে-
কল্পলোকের গভীরে শব্দ,
চেতনার নিদারুন সঞ্চালনে শব্দ,
আমার ভাবনার স্ফূরনে শব্দ-
নিঃশ্বাসে শব্দ-প্রশ্বাসে শব্দ-
শব্দের স্ফূলিঙ্গে আজ জ্বলজ্বল করবে আবেগের নিগূঢ় আস্ফালন-
তারপর,
শব্দের রোণিত উপত্যকায় তোমার কন্ঠ ছড়াবো –
তোমার কন্ঠনালীতে ঘটাবো- শব্দের নিদারুন বিচ্ছুরন-
অতঃপর-
তোমার সর্বত্র শব্দ সাজিয়ে নিজেকে রেখে দেব মৌনতায়,
অবিচল- নিস্তব্ধতায়।
ভালোবাসার এতটুকু প্রলোভন দেখাবো না-
অবহেলায় বিন্দুমাত্র বিচ্যুত হব না-
আমার আলয়ে হবে আজন্ম প্রলয়- আর আত্নদহন।
জানতেও দেব না, বুঝতেও দেব না,
শুধু তোমার কন্ঠে রবে আজন্ম আদিত্য প্রজ্বলন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




