ভূমিকা
রেললাইনের ধারে বাসস্ট্যান্ড
সে ভোড়ে কুয়াশাচিরে
সূর্য উঠছিলো-
তার পরনে ছিলো টিয়া রং এর ড্রেস-
নাহ ওটাকে অ্যানড্রয়েড গ্রীন বললেই
ভালো মানায়।
কবিতা
পৃথিবীতে চোখ মেলে- ১৯ বছর গেলে-
এতদিনে বুঝিলাম- স্নিগ্ধতা কাকে বলে-
পরিশিষ্ট
স্মিতহাস্যে কেমন আছো ? বলতেই
ফিরে পাওয়া সম্বিতে-
অচেতনেই ভালো আছি বলেছিলাম।
আজ বড় সচেতনে- স্মৃতির নাটাই টেনে
চিৎকার করে বলতে ইচ্ছে হয়-
সে ক্ষনে- সেই তরুন প্রানে-
এ জীবনের শ্রেষ্ঠ ভালোটুকুই ছিলাম-
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




