চেতনার প্রজ্ঞাপন এলো ষান্মাসিক পত্রিকায়-
শকুনেরা উদগ্রীব কাকের মিছিলের প্রস্তাবনায়-
প্যানাফ্লেক্সে ছেয়ে গেছে ফিচার বর্ণনায়-
মজুর থেকে কর্পোরেট- সবার দৃষ্টি শুধু ভাগের আশায়-
কবিতার ডোবাজলে কত কবি সাঁতরে বেড়ায়-
শুধু আমি কেন নির্জীব এ সওদাখানায়-??
ভেতরে হাঁসির রোল-
ভাগের প্রেমিক কি ভালোবাসা পায়??
মনের বাজারে নয়--বোধের বাগানে এসো--
ভালোবাসা বিলাবো অপার ক্ষমায়--!!!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




