তোমার স্বপ্নের পান্ডুলিপি
আজ ধূসর কালিতে বিবর্ণ-
তুমি আসবেনা বাঁচাতে?
লাঞ্চিত শিক্ষকের আঁখিজল
শুকিয়ে মিইয়ে যায় পাংশু মেঘেদের ভীড়ে,
আজো প্রতিদিন ডানা ঝাঁপটিয়ে মরে তোমার শালিক
কুটির হতে দূরে কোনো নীড়ে।
নীড় ফেরা ব্যাকুলতায় শত নোংড়া জল শুকিয়ে আজ সে শুদ্ধ পরিমল
তুমি আসছনা বলে আজো মাঠে মাটি চাপা পরে কত কৃষাণের আঁখিজল
আজও ক্ষুন পিপাসায় জ্বলে ওঠে সহদরের হিংস্র অবয়ব
ভেবে দেখ বাবা!
হেথা পারতে কি থাকতে নিরব??
জানি ফিরে আসবেনা তোমার রক্ত-মাংসের শরীর
শুধুই আসুক ফিরে
ঐ হৃদস্পন্দন আর ধমনীর চাপ
যেমন দিনান্তে জাগে গোধুলীর রঙের আবীর
ফেলে দিয়ে দিবসের শত উত্তাপ।
ফিরে এসো সেই চেতনা নিয়ে -
তোমার স্ব্পনের বাহনে,
যেথা ফিরে আসে প্রাণ নিগূঢ় চিত্তের বন্ধনে-
দেখবে- রক্তিম আঁখরে জ্বলজ্ব্ল করবে তোমার স্বপ্ন পান্ডুলিপি
আকাশের নীল এসে ফাগুনের রঙ্গে মিশে এঁকে দিবে প্রচ্ছদ।
সেদিন মেঘেরা ফিরিয়ে দেবে
শিক্ষকের একফোটা আঁখিজল,
কৃষাণের ঘাম ফেরাতে জেগে উঠবে তপ্ত মৃত্তিকার তল।
পাখিটি ফিরবে নীড়ে
যেমন তটিনী ফেরে
সাগরের ডাকে মোহনায়
তোমার স্বপ্নগুলো রবে না পূঞ্জীভূত
বিন্যস্ত হবে তারায় তারায়!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




