"---সব ফুল ঝরে গেলে- চেতনার শতদলে--
কিছু কলি জেগে থাকে- আবেগের মায়াজালে---
সব পাখি মরে গেলে- পৃথিবীর পদতলে--
কিছু গান শোভা পায়- বোবা বিহগের গলে--
চাঁদনী পসর শেষে- জোছোনারা মৃদু হলে--
কিছু তারা জ্বলে রয়- অসীম বেদনা ভূলে--
তুমি রবে চিরকাল- বাঙ্গালীর হিয়ামূলে--
যেমন শিশুরা রয়- শান্ত মায়ের কোলে---"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




