ভয় তোমাকে কারারুদ্ধ করবে , তাই ভয় পেওনা । নতুন করে একবার সাহস হিসেবে জন্মাও । ভিতর থেকে শক্তিশালী হও । কোন মুহূর্তেও দুর্বল অনুভব করো না । সাহস হলো নিজেকে অটুট রাখবার ক্ষমতা । যেইটার উপর দাঁড়িয়ে তুমি তোমার গন্তব্যস্থলে পাড়ি দিবে । সাহস মানি ভয়ের অনুপস্থিত নয় ! কিংবা সাহস মানি গর্ব নয় । সাহস হলো এমন কিছু । যখন তুমি অন্যায়ের সম্মুখীন হবে , তখন তুমি প্রতিবাদ করতেও পিছুপা হবে না ।। সাহস এমন একটি শক্তিশালী শব্দ , যখন অন্যরা না বলবে , তখন কিন্তু তুমি বলবে হ্যাঁ । সাহস হলো এমন একটি পরমুলা , যখন অন্যরা ছেড়ে দিবে , কিন্তু তবুও তুমি চলতে থাকবে । সাহস !! সাহস !! যখন তুমি সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে দাঁড়িয়ে থাকবে , অন্যরা তখন নিচে থেকে তোমাকে দেখবে ।
সাহসের নিকট অন্যায় , অনিয়ম মাথা নতো করতে বাধ্য ।। যেভাবে সাহস দিয়ে শুরু হয়েছিলো ১৯৫২ ইং সালের ভাষা আন্দোলন । হয়েছিলো ১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধ । ফের সাহস সঞ্চয় করে অপশক্তি থেকে নিজেকে ও দেশ-কে মুক্ত করতে হবে । ভয় কে জয় করে অঙ্গীকার হউক সাহসের সাথে।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


